IPL: নিয়মে বড়সড় রদবদল বোর্ডের! আইপিএলে যত খুশি অনুশীলন নয় কোনও দলের

Published : Mar 02, 2025, 07:58 PM IST
ipl trophy 2024.jfif

সংক্ষিপ্ত

এবার আইপিএল-কে আরও নিয়মের জাঁতাকলে বাঁধতে চাইছে বিসিসিআই।

দলগুলির অনুশীলনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যতক্ষণ খুশি আর অনুশীলন করতে পারবে না কোনও দল। মাঠগুলির পিচ যাতে পুরো আইপিএলে তরতাজা থাকে, ঠিক সেই কারণেই এমন সিদ্ধান্ত নিল BCCI।

বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, আইপিএল শুরুর আগে মূল পিচে মোট সাতটি সেশন অনুশীলন করতে পারে দলগুলি। সেই সেশন এবার কোনওভাবেই তিন ঘণ্টার বেশি করা যাবে না। যদি কোনও দল অনুশীলন ম্যাচ খেলতে চায়, সেটিও ওই সাতটি সেশনের মধ্যেই করতে হবে।

অন্যদিকে, দুটির বেশি অনুশীলন ম্যাচ খেলতে পারবে না কোনও দল। সেইসঙ্গে, যত খুশি ওপেন নেট অনুশীলনও করতে পারবে না আইপিএল-এর দলগুলি। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “ফ্লাডলাইটে মোট সাতটি অনুশীলন করতে পারবে দলগুলি। আর তিন ঘণ্টার বেশি অনুশীলন করতে পারবে না তারা। এদিকে এই সাতটি সেশনের মধ্যে সর্বোচ্চ দুটি অনুশীলন ম্যাচ খেলতে পারে সব দল। অনুশীলন ম্যাচের বদলে ওপেন নেট অনুশীলনও করতে পারে কোনও দল। তবে সেটা কখনোই দুটির বেশি নয়।”

আসলে ম্যাচের জন্য প্রধান পিচকে তরতাজা রাখছে চাইছে বোর্ড। সেই কারণেই, এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই যে ১৩টি মাঠে আইপিএল-এর ম্যাচ হবে, সেগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কোনওরকম ক্লাব বা বেসরকারি লিগের ম্যাচ না আয়োজন না করতে। এমনকি, অনুশীলন ম্যাচগুলিও মূল পিচে আয়োজন করা যাবে না। দরকার পড়লে পাশের পিচে আয়োজন করতে হবে সেই খেলাগুলি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Yashasvi Jaiswal: একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেও বিশ্রাম নয়! মুম্বইয়ের হয়ে টি-২০ খেলতে নামছেন জয়সওয়াল
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান