সরে যেতে চলেছে ভারতীয় স্পনসর, আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের

Published : Jan 09, 2026, 06:19 PM ISTUpdated : Jan 09, 2026, 06:35 PM IST
mominul haque liton das

সংক্ষিপ্ত

Bangladesh Cricket Board: বিসিসিআই-এর (BCCI) সঙ্গে সম্পর্কের অবনতির ফলে নানা দিক থেকে ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলাদেশের ক্রিকেট। আর্থিক ক্ষতিই সবচেয়ে বেশি হতে চলেছে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

DID YOU KNOW ?
জগমোহন ডালমিয়ার অবদান
বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার সাহায্যেই টেস্ট-খেলিয়ে দেশ হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ।

Bangladesh Cricket Board: সবসময় ভারত-বিরোধিতা চালিয়ে যাবেন আর সেই ভারতের সংস্থাই স্পনসর হিসেবে থাকবে, তা তো হয় না। বাংলাদেশের ক্রিকেটারদের স্পনসর হিসেবে আর না থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা এসজি। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (Litton Das), ইয়াসির রাব্বি (Yasir Rabbi) ও মোমিনুল হকের (Mominul Haque) ব্যক্তিগত স্পনসর হিসেবে ছিল এসজি। এবার এই সংস্থা চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের সরকারিভাবে এখনও এই সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে তাঁদের এজেন্টদের সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এবার নতুন স্পনসরের কথা ভাবতে হচ্ছে সংশ্লিষ্ট ক্রিকেটারদের। কিন্তু ভারতীয় সংস্থা সরে গেলে নতুন স্পনসর পাওয়া কঠিন। স্পনসর পেলেও, এসজি যত অর্থ দিচ্ছে, তার চেয়ে কম অর্থ পেতে পারেন লিটনরা।

ভারত-বিরোধিতার খেসারত দিতে হবেই

বাংলাদেশের এক ক্রিকেটারের এজেন্ট জানিয়েছেন, ‘এসজি বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে নতুন করে চুক্তি করবে না বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হতে পারে। এসজি বাংলাদেশকে বয়কট করলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যান্য ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলিও আমাদের ক্রিকেটারদের স্পনসর হিসেবে না থাকার সিদ্ধান্ত নিতে পারে।’ ফলে বাংলাদেশের ক্রিকেটে টাকার জোগান কমে যাবে। ভারত-বিরোধিতা না করলে এই পরিস্থিতি তৈরি হত না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে বিসিসিআই-এর (BCCI) বিরোধিতা করছে, তাতে তারা ভারতীয় স্পনসর হারাতে চলেছে।

ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ

বিসিসিআই-এর সহায়তাতেই ২০০০ সালে টেস্ট ক্রিকেট খেলার ছাড়পত্র পায় বাংলাদেশ। কিন্তু এখন সে কথা অস্বীকার করছে বাংলাদেশের ক্রিকেট মহল। ভারতের প্রতি বিভিন্ন কারণে কৃতজ্ঞ থাকা উচিত হলেও, তার বদলে ভারতের বিরোধিতাই দেখা যাচ্ছে বাংলাদেশে। এবার ভারতের পক্ষ থেকেও পাল্টা কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০০
২০০০ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ।
বিসিসিআই-এর সাহায্যে টেস্ট ক্রিকেট খেলার ছাড়পত্র পাওয়ার পর ২০০০ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ: চোটের জন্য প্রথম ম্যাচের আগেই ছিটকে গেলেন ঋষভ পন্থ
ডব্লুপিএল ২০২৬: হরমনপ্রীতের দুরন্ত ব্যাটিং, দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস