Bangladesh Cricket Board: ভারত-বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন অন্ধ ও বধির হয়ে গিয়েছে। এই কারণেই উচিত কথা বলায় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবালকে (Tamim Iqbal) আক্রমণ করা হচ্ছে।
KNOW
Tamim Iqbal: বাংলাদেশের ক্রিকেটের (Bangladesh Cricket) ভবিষ্যতের কথা ভেবেই নিজের মতামত জানিয়েছিলেন। কিন্তু তাতেই আক্রমণের মুখে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তাঁকে তোপ দাগলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) ডিরেক্টর ও আর্থিক কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম (M Nazmul Islam)। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু'চোখ ভরে দেখল।' এই পোস্ট ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সফলতম ওপেনারকে এভাবে আক্রমণ করায় নিজের দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল। এরপর তিনি এই পোস্ট মুছে দেন। কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। বাংলাদেশের ক্রিকেট মহল এখন দ্বিধাবিভক্ত। ভারত, বিসিসিআই (BCCI) ও আইসিসি-র (ICC) বিরোধিতা চালিয়ে যাওয়া হবে না নিজেদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে নমনীয় হয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে তর্ক-বিতর্ক চলছে।
কেন আক্রমণের মুখে তামিম?
বৃহস্পতিবার তামিম বলেন, 'আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত হত দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেওয়া জটিল। তবে এটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম।'
বাংলাদেশ সরকারের নির্দেশে চলছে ক্রিকেট বোর্ড?
বিসিবি সূত্রে জানা গিয়েছে, মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল (IPL 2026) থেকে বাদ দেওয়া নিয়ে বিসিসিআই-এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাইছিলেন না ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু বাংলাদেশ সরকার হস্তক্ষেপ করায় পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে তামিম বলেছেন, 'সবার মতো আমার কাছেও বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সবকিছুর আগে। কিন্তু আপনার ভবিষ্যৎ, সবকিছু চিন্তা করে আপনি যদি দেখেন, আমাদের ৯০-৯৫ শতাংশ অর্থ কিন্তু আইসিসি থেকেই আসে। সবকিছু বিবেচনা করে যেটায় বাংলাদেশ ক্রিকেটের সহায়তা হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে।' এই স্পষ্ট কথা ভালোভাবে নিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকে। সেই কারণেই তামিমকে আক্রমণ করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


