Sachin Tendulkar: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মুনাওয়ার ফারুকির বলে আউট সচিন!

আইপিএল-এ ক্রিকেটের সঙ্গে বিনোদনের মিশেল দেখা গিয়েছে। এবার ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে ক্রিকেট ও বিনোদন আরও সম্পৃত্ত হয়েছে।

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে বিগ বস ১৭ চ্যাম্পিয়ন মুনাওয়ার ফারুকির বলে আউট হয়ে গেলেন সচিন তেন্ডুলকর। 'খিলাড়ি একাদশ' ও 'মাস্টার্স একাদশ' ম্যাচে ৩০ রান করে আউট হয়ে যান সচিন। মহারাষ্ট্রের থানের দাদোজি কোণ্ডাদেব স্টেডিয়ামে এই ম্যাচ হয়। ক্রিকেট জগতের তারকাদের বিরুদ্ধে খেলতে নামেন বিনোদন জগতের তারকারা। দুই দলের নেতৃত্বে ছিলেন সচিন ও অক্ষয় কুমার। এই ম্যাচেই মিডিয়াম পেস বোলিংয়ে নজর কেড়ে নেন মুনাওয়ার। ব্যাটিং করতে নেমে ছন্দে ছিলেন সচিন। ১৬ বল খেলে ৩০ রান করেন এই কিংবদন্তি। ম্যাচের পঞ্চম ওভারে প্রথমবার বোলিংয়ের সুযোগ পান মুনাওয়ার। তাঁর দ্বিতীয় বল অফ স্টাম্পের বাইরে ছিল। সেই বলে শট খেলতে গিয়ে উইকেটকিপার নমন ওঝাকে ক্যাচ দিয়ে ফিরে যান সচিন।

প্যারা ক্রিকেটারের সঙ্গে ব্যাটিং সচিনের

Latest Videos

সম্প্রতি কাশ্মীর সফরে গিয়ে প্যারা ক্রিকেটার আমির হুসেন লোনের সঙ্গে দেখা করেন, তাঁকে ব্যাট উপহার দেন সচিন। সেই আমিরের সঙ্গেই আইএসপিএল-এর ম্যাচে ব্যাটিং ওপেন করতে নামেন সচিন। আমির অবশ্য এই ম্যাচে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তবে তিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তাতে সচিন-সহ সবাই মুগ্ধ। সচিনের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নামার সুযোগ পেয়ে গর্বিত আমির। সচিন অবশ্য যখন আউট হন, তখন ক্রিজের অপর প্রান্তে ছিলেন জাতীয় দলের প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না। 'মাস্টার্স একাদশ' প্রথমে ব্যাটিং করতে নেমে ১০ ওভারে ৯৪ রান করে। ৫ রানে হেরে যায় 'খিলাড়ি একাদশ'।

 

 

অক্ষয়দের সঙ্গে নাচ সচিনের

এই ম্যাচে ক্রিকেট ও বিনোদন জগতের অনেক তারকা একত্রিত হন। অক্ষয়, রাম চরণ ও সুরিয়ার সঙ্গে 'নাটু নাটু' গানের তালে পা মেলান সচিন। তিনি এই টুর্নামেন্ট উপভোগ করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sachin Tendulkar: হাতের নাগালে মাস্টার ব্লাস্টার, উড়ানেই সচিন-সচিন চিৎকার সহযাত্রীদের, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari