পাকিস্তান সফরে প্রথমবার টেস্ট সিরিজ জেতা দলের উপরেই ভরসা রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত সফরে টেস্ট সিরিজের দলে বিশেষ বদল করা হয়নি। বৃহস্পতিবার যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে নেই শুধু বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম। তিনি কুঁচকির চোটের জন্য ভারত সফরে খেলতে পারছেন না। শরিফুলের পরিবর্তে দলে ফিরেছেন বাংলাদেশের বর্তমান দলে সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলার খালেদ আহমেদ। পাকিস্তান সফরে দলে ছিলেন না এই পেসার। তবে ভারত সফরে তিনি সুযোগ পেলেন। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলাদেশের ঘোষিত দলে একমাত্র নতুন মুখ উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনীক। ২৬ বছর বয়সি এই ক্রিকেটার এখনও পর্যন্ত ১৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন।
বাংলাদেশ দলে কারা আছেন?
ভারত সফরে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬ জনের দলে আছেন নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল-হাসান, লিটন দাস, মেহিদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নায়িম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও জাকের আলি অনীক।
শরিফুলের অভাব অনুভব করতে পারে বাংলাদেশ
পাকিস্তান সফরে প্রথম টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স দেখান শরিফুল। ৩ উইকেট নেন এই পেসার। এর মধ্যে বাবর আজমের উইকেটও ছিল। কিন্তু চোটের জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি এই পেসার। তাঁর চোট এখনও সারেনি। এই কারণে ভারত সফরে নেই শরিফুল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাঁ হাতি পেসার শরিফুল ইসলামের কুঁচকির চোট এখনও সারেনি। ওকে এই সিরিজে পাওয়া যাচ্ছে না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
জাতীয় দলে অনিয়মিত, নিজেই কেরলের ফুটবল ক্লাব কিনে নিলেন সঞ্জু স্যামসন
স্ত্রী রিভাবা বিধায়ক, সদস্য সংগ্রহ অভিযানে বিজেপি-তে যোগ রবীন্দ্র জাডেজার