প্রথমেই রিচা ঘোষের (২) উইকেট হারিয়ে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের হার ভারতের মেয়েদের। পার্থে ৮৩ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ২৯৮ রান করে। ১১০ রান করেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। জবাবে ভারতের হয়ে স্মৃতি মন্ধানা (১০৫) সেঞ্চুরি করলেও জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত।
৪৫.১ ওভারে, ২১৫ রানে অলআউট হয়ে যায় ভারতের মেয়েরা। অজিদের হয়ে পাঁচ উইকেট নেন অ্যাশলে গার্ডনার। এদিন প্রথমেই রিচা ঘোষের (২) উইকেট হারিয়ে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। এরপর হারলিন (৩৯) এবং স্মৃতি মন্ধানার জুটি ১২২ রান যোগ করে দলের ইনিংসে। কিন্তু ২৮তম ওভারে এই জুটি ভেঙে যায়। হারলিনকে আউট করেন অ্যালানা কিং। এরপর আর কেউই সেইভাবে হাল ধরতে পারেননি। অধিনায়ক হরমনপ্রীত কৌর (১২), জেমিমা রদ্রিগেজ (১৬), দীপ্তি শর্মা (০), কার্যত সবাই হতাশ করেছেন।
তার মধ্যে স্মৃতিও ফিরে যান প্যাভিলিয়নে। ১০৯ বল খেলে তিনি মোট ১৪টি চার মেরেছিলেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি ছিল স্মৃতির অষ্টম সেঞ্চুরি। যদিও রেনুকা ঠাকুর ৮ রানে অপরাজিত ছিলেন। মোট ২৬ রানের মধ্যে সাত উইকেট হারায় ভারত।
তবে অস্ট্রেলিয়ার শুরুটা ভালোই হয়েছিল। ওপেনিং উইকেটে ফোয়েবে লিচফিল্ড (২৫) এবং জর্জিয়া ওয়্যার (২৬) জুটি প্রথম উইকেটে ৫৮ রান যোগ করেন। তবে এলিস পেরি (৪), বেথ মুনি (১০) হয়ে ফিরে আন। কিন্তু সাদারল্যান্ড এবং গার্ডনার জুটি ৯৬ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ভালো জায়গায় পৌঁছে দেন।
সাদারল্যান্ড সেঞ্চুরি করেন। ৯৫ বল খেলে তিনি চারটি ছক্কা এবং নয়টি চার মারেন। ভারতের হয়ে অরুন্ধতী রেড্ডি দুটি উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।