সমস্ত জল্পনার অবসান, সূচনা গম্ভীর পর্বের! ভারতীয় ক্রিকেট দলের দায়িত্বে এবার গৌতম গম্ভীর

Published : Jul 09, 2024, 09:01 PM ISTUpdated : Jul 09, 2024, 09:32 PM IST
INDIAN CRICKET TEAM HEAD COACH

সংক্ষিপ্ত

সমস্ত জল্পনার অবসান। ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

সমস্ত জল্পনার অবসান। ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

মঙ্গলবার, বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ জানিয়ে দিলেন, রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেড কোচ হচ্ছেন গম্ভীরই। প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) পরই ভারতীয় দলের হেড কোচের পদ থেকে সরে যান রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

তবে হটাৎ করে নয়। কুড়ি-বিশের বিশ্বকাপের আগে থেকেই চর্চা চলছিল যে, নতুন কোচ তাহলে কে হবেন? কারণ, বিশ্বকাপের পর যে দ্রাবিড় আর জাতীয় দলের দায়িত্বে থাকবেন না, তা একপ্রকার নিশ্চিতই ছিল। আর জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন গৌতম গম্ভীর।

তবে আর কোনও জল্পনা নয়। বিসিসিআই সচিব নিজেই ঘোষণা করে দিলেন যে, ভারতীয় ক্রিকেট দলের নতুন হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। নিজের এক্স হ্যান্ডলে জয় শাহ লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত।”

সেইসঙ্গে, বিসিসিআই-এর তরফ থেকেও সরকারিভাবে ঘোষণা করা হয় যে, জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। 

উল্লেখ্য, গত ২০১১ সালে বিশ্বকাপ জয়ের নেপথ্যে এই গম্ভীরের অবদান ছিল অনস্বীকার্য। শুধু তাই নয়, জাতীয় দলের হয়ে তাঁর পারফরম্যান্সও যথেষ্ট ভালো। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৪১৫৪ রান। সেইসঙ্গে, একদিনের ক্রিকেটে করেছেন ৫২৩৮ রান। অন্যদিকে, টি-২০ ক্রিকেটে তাঁর সংগ্রহে রয়েছে ৬৪০২ রান।

তবে শুধু জাতীয় দল নয়। আইপিএলেও (IPL) যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন গম্ভীর। অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে দুবার আইপিএল জেতেন। এছাড়াও ২০২২ এবং ২০২৩ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের (LSG) মেন্টর হিসেবে দায়িত্ব সামলান তিনি।

কিন্তু ২০২৪ সালে আবারও ফিরে আসেন কেকেআর-এ (KKR)। আর মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েই ফের নাইটদেরকে চ্যাম্পিয়ন করেন আইপিএলে।

এহেন একজন দক্ষ প্রাক্তন ক্রিকেটারের হাতেই এবার জাতীয় দলের দায়িত্ব তুলে দিল বিসিসিআই।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?