টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল স্বপ্ন ভেঙে দেওয়া কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মধুর প্রতিশোধ নিল ভারতীয় মহিলা দল।
স্মৃতি মন্দানার দুর্দান্ত সেঞ্চুরি এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের অপরাজিত অর্ধশতরানের সুবাদে নিউজিল্যান্ডের মহিলা দলকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল ভারত। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৪৯.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয়। এরপর ৪৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১০০ রান করে স্মৃতি মন্দানা ছিলেন ভারতের সর্বোচ্চ স্কোরার। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৫৯ রানে অপরাজিত থাকেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল স্বপ্ন ভেঙে দেওয়া কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মধুর প্রতিশোধ নিল ভারতীয় মহিলা দল। স্কোর: নিউজিল্যান্ড ৪৯.৫ ওভারে ২৩২, ভারত ৪৪.২ ওভারে ২৩৬/৪।
নিউজিল্যান্ডের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শেফালি ভার্মাকে (১২) হারায় ভারত। তবে দ্বিতীয় উইকেটে যাস্তিকা ভাটিয়া (৩৫) এবং স্মৃতি মন্দানা ৭৬ রানের জুটি গড়ে ভারতের ভিত্তি স্থাপন করেন। ৩৫ রান করা যাস্তিকাকে কিউই অধিনায়ক সোফি ডিভাইন ফিরিয়ে দিলেও অধিনায়ক হরমনপ্রীতের সাথে সেঞ্চুরি জুটি গড়ে স্মৃতি ভারতের জয় সহজ করে দেন।
১২২ বলে ১০০ রান করে সেঞ্চুরি পূর্ণ করার পর স্মৃতি আউট হন। এরপর জেমিমা রদ্রিগেজকে সঙ্গে নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যান হরমনপ্রীত। ১৮ বলে ২২ রান করা জেমিমাকে জয়ের মাত্র এক রান দূরে হারালেও সোফি ডিভাইনকে বাউন্ডারি মেরে ভারতকে জয় এনে দেন হরমনপ্রীত। কোন রান না করে তেজাল হাসবানিসও হরমনপ্রীতের সাথে অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে ব্রুক হ্যালিডে ছিলেন সর্বোচ্চ স্কোরার। ৯৬ বলে ৮৬ রান করেন তিনি। এছাড়া জর্জিয়া প্লিমার (৩৯), ইসাবেলা গেইজ (২৫), লিয়া তাহুহু (২৪) রান করেন। অধিনায়ক সোফি ডিভাইন ৯ রানে এবং সুজি বেটস ৪ রানে আউট হন। ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩৯ রানে ৩ উইকেট এবং প্রিয়া মিশ্র ২ উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।