ভারত এই ম্যাচে ঐতিহাসিক জয় পেলেও, ইংল্যান্ডের ক্রিস ওকস কিন্তু ভারতীয় তথা গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মন জয় করে ফেলেছেন। কারণ, দ্বিতীয় ইনিংসের শেষ উইকেটে কার্যত, তিনি এক হাতে ব্যাটিং করতে নামেন। প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় তাঁর কাঁধে চোট লাগে। স্বাভাবিকভাবেই, তিনি আর পরে খেলতে পারেননি। এমনকি, দ্বিতীয় ইনিংসে তিনি পুরোপুরি বোলিংও করেননি।
ওকসের একহাতে গুরুতর আঘাত
তবে দ্বিতীয় ইনিংসে দলকে জেতানোর জন্য একহাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায়, এক হাতে ব্যাটিং করতে নামেন। রীতিমতো লড়াকু ব্যাটিং। তিনি মাঠে নামার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামের সমস্ত দর্শক তাঁকে উচ্ছ্বাসের সঙ্গেই স্বাগত জানান।