নিঃসন্দেহে দাপুটে বোলিং করলেন মহম্মদ সিরাজ (mohammed siraj)। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে গেলেন প্রসিধ কৃষ্ণ। তবে ভারত যে জায়গায় দাঁড়িয়ে ছিল, সেখান থেকে খেলা ঘোরানোর জন্য দরকার ছিল এমনই কোনও ম্যাজিক। কার্যত, সিরাজ যেন সেটাই করে দেখালেন। মহম্মদ সিরাজকে কেন টিম ইন্ডিয়ার অন্যতম সেরা এবং নির্ভরযোগ্য পেসা বোলার বলা হয়, তা যেন আরও একবার প্রমাণিত।
26
অনবদ্য বোলিং, সঙ্গে সঙ্গে ছিটকে গেল গাস অ্যাটকিনসনের উইকেট
কিন্তু তখনও পুরো আশঙ্কার কালো মেঘ যেন কাটেনি। জয়ের জন্য মাত্র ৬ রান দূরে দাঁড়িয়ে ইংল্যান্ড। বল করতে আসছেন ভারতের দাপুটে পেসার মহম্মদ সিরাজ। কোটি কোটি চোখ যেন তাঁর দিকে তাকিয়ে। অনবদ্য বোলিং, সঙ্গে সঙ্গে ছিটকে গেল গাস অ্যাটকিনসনের উইকেট এবং সেলিব্রেশন শুরু। উইকেট হাতে নিয়েই উল্লাসে মাতলেন সিরাজ এবং আনন্দে ভাসল গোটা ভারতীয় দল।
৯টি উইকেট
শেষ টেস্টে মোট ৯টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ।
সত্যিই যেন খেলা ঘুরিয়ে, গোটা ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিলেন মহম্মদ সিরাজ। সেইসঙ্গে, ঐতিহাসিক ওভালে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।
36
রীতিমতো দাপুটে বোলিং
প্রথম ইনিংসে সিরাজের ঝুলিতে ৪টি উইকেট। ইকোনমি রেট ৫.৩০। ইংল্যান্ডের অধিনায়ক অলি পোপ, জো রুট, জেকব বেথেল এবং হ্যারি ব্রুককে প্যাভিলিয়নে ফেরান তিনি। রীতিমতো দাপুটে বোলিং করে ভারতকে লড়াইতে রাখেন তিনি।
অন্যদিকে, দ্বিতীয় ইনিংসেও ব্রিটিশ বধের অন্যতম নায়ক তিনিই
সংগ্রহে ৫টি উইকেট এবং ইকোনমি রেট ৩.৪০। ওপেনার জ্যাক ক্রলে তাঁর শিকার। তারপর ফের ইংল্যান্ড অধিনায়ক অলি পোপকে আউট করেন সিরাজ। এছাড়া জেমিয়ে স্মিথ, জেমিয়ে ওভারটন এবং সবশেষে গাস অ্যাটকিনসনকে প্যাভিলিয়নে ফেরৎ পাঠান মহম্মদ সিরাজ (india tour of england 2025)। ম্যাচের পর এই ভারতীয় পেসার যেন আবেগতাড়িত। সিরাজের কথায়, “হ্যাঁ, কাল ক্যাচ মিস হওয়ার পর খারাপ লাগছিল। সত্যিই সেটা আমাদের জন্য একটা গেম চেঞ্জিং মুহূর্ত ছিল। কিন্তু তারপর আমরা যেভাবে কামব্যাক করেছিলাম সেটাও গুরুত্বপূর্ণ।"
56
আর কী কী বললেন তিনি?
সিরাজ জানালেন, “আজ সকালে ঘুম থেকে উঠে নিজের মনকে প্রথমেই একটা বলি। আমিই আজ খেলা ঘোরাবো। সেইসঙ্গে, গুগলে গিয়ে সার্চ করি বিলিভ শব্দের একটা ইমোজি। তারপর সেটাই নিজের ফোনের ওয়ালপেপারে সেট করে বলি, আমি আজ করেই দেখাব। আমার পরিকল্পনা ছিল, একটা জায়গায় বারবার বল করে হিট করে যাবো। বেশি পরীক্ষানিরীক্ষা চালানোর সময় এবং সুযোগ কম ছিল।"
66
এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ভারত
এই ম্যাচটা জিতে দারুণ লাগছে। গোটা সিরিজে দলের প্রত্যেকে নিজের সেরাটা উজাড় করে দিয়েছে। তাদের সবাইকে কুর্নিশ জানাতে চাই।
অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট এবং প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ। অর্থাৎ, শেষ টেস্টে মোট ৯টি উইকেট নিয়েছেন তিনি। আর এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। ফলাফল ২-২।