
Harbhajan Singh slapping Sreesanth: কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) ও মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) ম্যাচ শেষ। দুই দলের ক্রিকেটাররা করমর্দন করছেন। হঠাৎ দেখা গেল, কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার শ্রীসন্থ কাঁদছেন এবং সতীর্থরা তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। পরে জানা যায়, মু্ম্বই ইন্ডিয়ানসের অফস্পিনার হরভজন সিং শ্রীসন্থকে চড় মেরেছেন। এই ঘটনার জন্য সেবারের আইপিএল থেকে নির্বাসিত হন হরভজন। তাঁর জরিমানাও করে বিসিসিআই (BCCI)। কিন্তু এত বছর ধরে সেই চড় মারার ঘটনার ভিডিও প্রকাশ্যে আসেনি। এবার সেই অদেখা ভিডিও প্রকাশ করলেন সেই সময় আইপিএল কমিশনার পদে থাকা ললিত মোদী (IPL commissioner Lalit Modi)। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লার্কের (Michael Clarke) সঙ্গে এক পডকাস্টে সেই ভিডিও প্রকাশ করেছেন ললিত।
ললিতের প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন করমর্দন করছিলেন, সেই সময় শ্রীসন্থকে হাতের পিছন দিক দিয়ে চড় মারেন হরভজন। এর জেরে কেঁদে ফেলেন শ্রীসন্থ। প্রাথমিক ধাক্কা সামলে তিনি হরভজনের দিকে তেড়ে যান। হরভজনও পাল্টা রাগতভাবে কিছু বলতে বলতে এগিয়ে যান। দুই দলের ক্রিকেটাররা মিলে পরিস্থিতি সামাল দেন। শ্রীসন্থকে শান্ত করার চেষ্টা করেন তাঁর সতীর্থ শ্রীলঙ্কার ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। সতীর্থ ইরফান পাঠানও (Irfan Pathan) শ্রীসন্থকে শান্ত করার চেষ্টা করেন। এক নিরাপত্তারক্ষী ছুটে গিয়ে হরভজনকে সরিয়ে নিয়ে যান।
ললিত জানিয়েছেন, 'ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু একটি সিকিউরিটি ক্যামেরা চালু ছিল। খেলোয়াড়রা করমর্দন করছিল। শ্রীসন্থ যখন কাছে আসে, তখন ওকে হাতের পিছন দিক দিয়ে চড় মারে ভাজ্জি।' এই ঘটনার জেরে ১১ ম্যাচ নির্বাসিত হন হরভজন। পরে বিসিসিআই আলাদা করে শাস্তি দেয়। ১৭ বছর পর প্রথমবার এই ভিডিও দেখা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।