Suryakumar Yadav: আসছে এশিয়া কাপ। ইতিমধ্যেই এই মেগা প্রতিযোগিতাকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। আর সেই দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। এবার এশিয়া কাপ খেলা হবে টি-২০ ফরম্যাটে (suryakumar yadav asia cup 2025)।
অন্যদিকে, এশিয়া কাপকে সামনে রেখে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে নিজেকে ভালোভাবে তৈরি করছেন সূর্যকুমার। এবার তাঁর মুখেই শোনা গেল, বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সের ভূয়সী প্রশংসা এবং ফিট হয়ে ওঠার রহস্য।
সূর্যর কথায়, "আমার এখন খুব ভালো লাগছে। দারুণ অনুভূতি এটা। প্রায় ৫-৬ সপ্তাহের একটা বিষয়। ভালো প্রসেস এবং ভালো রুটিন, শেষ ৬টা সপ্তাহ ধরে। ফিঙ্গার ক্রসড, খুব ভালো ফিল হচ্ছে।"
ভারতীয় ক্রিকেট দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই সূর্যকুমার এই বিষয়গুলি জানিয়েছেন। ঐ ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি রীতিমতো ঘাম ঝরাচ্ছেন এবং নানা শারীরিক কসরত করছেন। কখনও তিনি জিমের ভিতর সাইক্লিং করছেন। কখনও আবার ওয়েট লিফটিং সারছেন। একজন ক্রিকেটারকে পুরোপুরি ফিট তৈরি করে তোলার জন্য এই অভিনব সেন্টার অফ এক্সেলেন্সটি তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় দলের অধিনায়ক জানিয়েছেন, "আইপিএল-এর পর আমি চোটটা বুঝতে পারি। এইরকম আমার আগের বছরেও হয়েছিল। তাই আমি বিষয়টা বুঝতে পারছিলাম। তারপর এমআরআই করে সোজা জার্মানিতে যাই। সেখানে সবটা ভালোভাবে মিটে যাওয়ার পর, রিকভারি প্রসেস শুরু হয়। আমি জানতাম, কীভাবে সবটা সামলাতে হবে। আমরা এক সপ্তাহ সময় নিয়েছিলাম। এখন আমি খুব ভালো ফিল করছি।"
তাঁর কথায়, “আপনি যখন সেন্টার অফ এক্সেলেন্সে আসবেন বা আমি যখন আগের বছর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলাম, তারা খুব ভালো করে বুঝতে পারে আপনার শরীর কীভাবে রিয়েক্ট করছে। সেই অনুযায়ী, স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচরা ব্যবস্থা নিয়ে থাকেন। আমি এখানে আসার পর, তারা আমাকে নিয়ে বিশেষ পরিকল্পনাও করেন। ধীরে ধীরে এবার আমি ফিট হয়ে উঠলাম।"
ক্যাপ্টেন বলছেন, “বিশাল বড় একটা স্পেস। বিশেষ করে জিমের কথা বলতে হয়। একসঙ্গে ৩০-৩৫ জন মিলে জিম করতে পারে এখানে। দুর্দান্ত ফেসিলিটি। আমি মোটামুটি অনেকগুলি ইক্যুইপমেন্টই ব্যবহার করেছি। তবে এটা শুধুমাত্র রিহ্যাব করার জায়গা নয়। কনট্র্যাক্ট রয়েছে এমন কোনও ক্রিকেটার বা টার্গেটেড প্লেয়ার, তারাও এখানে আসতে পারে এবং ট্রেনিং নিতে পারে। তারা এত বড় মাঠটা ব্যবহার করতে পারে। প্রায় ৬০-৭০টা উইকেট রয়েছে। সবথেকে ভালো লাগার বিষয় হল, চারপাশে অনেক ভালো মানুষ পাবেন এখানে। যারা ভীষণভাবেই সাহায্য করে। এটা আমার কাছে একটা সুযোগ, নিজেকে আরও ভালোভাবে তৈরি করে লড়াইতে ফিরে আসার। আর আমি সেটাই করছি।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।