শুক্রবার আইপিএল-এর মিনি অকশনের পর ১০টি ফ্র্যাঞ্চাইজির পুরো দল দেখে নিন

শুক্রবার কোচিতে হয়ে গেল আগামী মরসুমের আইপিএল-এর মিনি নিলাম। ১০টি ফ্র্য়াঞ্চাইজিই ২০২৩ আইপিএল-এর জন্য দল গুছিয়ে নিল।

শুক্রবার কোচিতে রেকর্ড পরিমাণে অর্থ খরচ করল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নিলামে খরচ হল মোট ১৬৭ কোটি টাকা। মোট ৮০ জন ক্রিকেটারকে দলে নিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ৫১ জন ভারতীয় ও ২৯ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিল ফ্র্যাঞ্চাইজিগুলি। এবারের আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান। তাঁকে ১৮.৫০ কোটি টাকা দিয়ে দলে নিল পাঞ্জাব কিংস। কারানই আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। তিনি ১৭.৫০ কোটি টাকা পাচ্ছেন। গ্রিনকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে দলে নিল চেন্নাই সুপার কিংস। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে ১৬ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। বাকি ৯টি ফ্র্য়াঞ্চাইজির মতোই দল গুছিয়ে নিল কলকাতা নাইট রাইডার্সও। এদিন নিলামে বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল-হাসান ও ডান হাতি ব্যাটার লিটন দাসকে দলে নিল কেকেআর।

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের পুরো দল- শ্রেয়াস আইয়ার, নীতীশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, রিঙ্কু সিং, শাকিব আল-হাসান, লিটন দাস, এন জগদীশন, বৈভব অরোরা, সূযশ শর্মা, ডেভিড ওয়াইজি, কুলবন্ত খেজরোলিয়া ও মনদীপ সিং।

Latest Videos

চেন্নাই সুপার কিংসের পুরো দল- মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়াডু, শুভ্রাংশু সেনাপতি, মইন আলি, শিবম দুবে, রাজবর্ধন হাঙ্গারগেকর, ডোয়েন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরী, মাথিসা পথিরানা, সিমরণজিৎ সিং, অজিঙ্কা রাহানে, বেন স্টোকস, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিয়েসন, অজয় মণ্ডল ও ভগৎ ভার্মা।

মুম্বই ইন্ডিয়ান্সের পুরো দল- রোহিত শর্মা, টিম ডেভিড, রমনদীপ সিং, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জোফরা আর্চার, জসপ্রীত বুমরা, অর্জুন তেন্ডুলকর, আর্শাদ খান, কুমার কার্তিকেয়, হৃতিক শকিন, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল, ক্য়ামেরন গ্রিন, ঝাই রিচার্ডসন, পীযূষ চাওলা, ডুয়ান জ্যানসেন, বিষ্ণু বিনোদ, শামস মুলানি, মেহাল ওয়াধেরা ও রাঘব গয়াল।

গুজরাট টাইটানসের পুরো দল- হার্দিক পান্ডিয়া, শুবমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, মহম্মদ শামি, আলজারি জোশেফ, যশ দয়াল, প্রদীপ সাংওয়ান, দর্শন নালকাণ্ডে, জয়ন্ত যাদব, আর সাই কিশোর, নূর আহমেদ, কেন উইলিয়ামসন, ওডেন স্মিথ, কে এস ভরত, শিবম মাভি, উর্বিল প্যাটেল, জোশুয়া লিটল ও মোহিত শর্মা।

রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পুরো দল- ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, সূযশ প্রভুদেশাই, রজত পতিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারঙ্গা, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, করণ শর্মা, মহিপাল লোমোর, মহম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কউল, আকাশ দীপ, রেসি টপলে, হিমাংশু শর্মা, উইল জ্যাকস, মনোজ ভাণ্ডাগে, রজন কুমার ও অবিনাশ সিং।

দিল্লি ক্যাপিটালসের পুরো দল- ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, ঋপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অ্যানরিখ নর্খিয়ে, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিডি, মুস্তাফিজুর রহমান, আমন খান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, ভিকি অস্তওয়াল, ইশান্ত শর্মা, ফিল সল্ট, মুকেশ কুমার, মণীশ পাণ্ডে ও রাইলি রসুউ।

লখনউ সুপার জায়ান্টসের পুরো দল- কে এল রাহুল, আয়ূশ বাদোনি, মনন ভোরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টোইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, কাইল মেয়ার্স, ক্রুণাল পান্ডিয়া, আবেশ খান, মহসিন খান, মার্ক উড, ময়ঙ্ক যাদব, রবি বিষ্ণোই, নিকোলাস পুরান, জয়দেব উনাদকাট, যশ ঠাকুর, রোমারিও শেফার্ড, ড্যানিয়েল স্যামস, অমিত মিশ্র, প্রেরক মাঁকড়, স্বপ্নিল সিং, নবীন-উল-হক ও যুধবীর চড়ক।

সানরাইজার্স হায়দরাবাদের পুরো দল- হ্যারি ব্রুক, ময়ঙ্ক আগরওয়াল, হেইনরিখ ক্লাসেন, আদিল রশিদ, ময়ঙ্ক মার্কণ্ডে, বিভ্রান্ত শর্মা, সমর্থ ব্যাস, সনবীর সিং, উপেন্দ্র যাদব, নীতীশ কুমার রেড্ডি, আকিল হোসেন, আনমোলপ্রীত সিং, আবদুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জ্যানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।

পাঞ্জাব কিংসের পুরো দল- শিখর ধাওয়ান, শাহরুখ খান, জনি বেয়ারস্টো, প্রভসিমরণ সিং, ভানুকা রাজাপক্ষ, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইডে, আর্শদীপ সিং, বলতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার, হরপ্রীত ব্রার, স্যাম কারান, সিকন্দর রাজা, হরপ্রীত ভাটিয়া, বিদ্বাত কাবেরাপ্পা, মোহিত রাঠি ও শিবম সিং।

রাজস্থান রয়্যালসের পুরো দল- সঞ্জু স্যামসন, যশস্বী জয়সোয়াল, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, জশ বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নবদীপ সাইনি, কুলদীপ সেন, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কে সি কারিয়াপ্পা, জেসন হোল্ডার, ডনোভান ফেরেইরা, কুণাল রাঠোর, অ্যাডাম জাম্পা, কে এম আসিফ, মুরুগান অশ্বিন, আবদুল পি এ, আকাশ বশিষ্ট ও জো রুট।

আরও পড়ুন-

শুক্রবার হল আইপিএল নিলাম, শাকিব, লিটন-সহ ৮ ক্রিকেটারকে নিল কেকেআর

বিদেশি কোটা পূরণ, দেখে নিন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের পুরো দল

আইপিএল নিলামে ২.৬০ কোটি টাকা পেলেন জম্মু-কাশ্মীরের বিভ্রান্ত শর্মা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী