ভারতীয় ক্রিকেটই শুধু নয়, ক্রিকেট দুনিয়ার কিংবদন্তি সুনীল গাভাসকর। কিন্তু তিনিই ফুটবলের বড় অনুরাগী। সে বিষয়েই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন গাভাসকর।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবরই ফুটবল ভালবাসেন। ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীনও তিনি প্রকাশ্যে জানিয়েছেন, ফুটবল তাঁর প্রিয় খেলা। প্রথমে এটিকে, তারপর এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত সৌরভ। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের অপর এক প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরও যে ফুটবল ভালবাসেন, সেটা এতদিন সেভাবে বোঝা যায়নি। সদ্য বিশ্বকাপ শেষ হয়েছে। ফলে সবার মনেই এই প্রতিযোগিতার রেশ রয়ে গিয়েছে। সেই রেশ ধরেই গাভাসকরও তাঁর ফুটবলপ্রেম প্রকাশ করেছেন। সৌরভের উদ্দেশে গাভাসকর বলেছেন, 'হ্য়ালো সৌরভ গঙ্গোপাধ্যায়। থিয়েরি অঁরি আমার জন্য় যে জার্সিতে সই করে দিয়েছিল সেটা কোথায়? আমি ১২ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা ম্যাচ উপলক্ষে কলকাতা আসছি। সৌরভ, তুমি এবার ওই জার্সিটা খুঁজে রেখো। আমি কোনও অজুহাত শুনতে চাই না। তুমি এখন আর বিসিসিআই সভাপতি পদে নেই। তোমার হাতে আরও একটু বেশি সময় আছে। অঁরি আমার জন্য যে জার্সিটায় সই করে দিয়েছিল, সেটা খুঁজে রাখো। আমি যখন ১২ তারিখ কলকাতা যাব, তখন আমাকে জার্সিটা দিও।'
গাভাসকর জানিয়েছেন, তিনি আর্সেনালের খেলা অনেকদিন ধরে দেখছেন। সেই কারণেই তিনি অঁরির ভক্ত। সে কথা জানতে পেরে তাঁর জন্য একটি জার্সিতে সই করে দিয়েছিলেন ফ্রান্সের প্রাক্তন স্ট্রাইকার অঁরি। সেই জার্সিটা সৌরভের কাছে রয়ে গিয়েছে। সেটাই এখন ফেরত চাইছেন গাভাসকর। তিনি এখন ভারত-বাংলাদেশ সিরিজ উপলক্ষে বাংলাদেশে আছেন। শুক্রবার ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ছেলে রোহন গাভাসকরের সঙ্গে হওয়া কথোপকথনের বিষয়ে জানিয়েছেন এই কিংবদন্তি। তিনি বলেছেন, 'আমি দীর্ঘদিন ধরেই আর্সেনালের খেলা দেখছি, খেলার খবর রাখছি। আমি নিজেকে আর্সেনালের সমর্থক বলি না। তবে আমি আর্সেনালের সব খবর রাখি। আমার ছেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থক। আমি ওকে নানাভাবে রাগাতাম। আমি আর্সেনালের সমর্থক জেনে ও পাল্টা আমাকে বলত, আর্সেনালের ৪ জনের নাম বলো। আমি থিয়েরি অঁরি, ডেনিস বার্গক্যাম্পের নাম বলতাম। আমার নায়ক এম এল জয়সীমার সঙ্গে আর্সেন ওয়েঙ্গারের আশ্চর্য মিল রয়েছে। সেটার গুরুত্ব আমার কাছে বেশি ছিল। অঁরির খেলা দেখতে আমার খুব ভাল লাগত। ও আমার জন্য জার্সিতে সই করে দিয়েছিল। সেই জার্সিটা এখন আমার কাছে নেই। সেই জার্সি আমার চাই।'
আরও পড়ুন-
Argentina : ৩৬ বছর পর বিশ্বকাপ জয়, নাচে-গানে উৎসবে মাতোয়ারা আর্জেন্টিনা
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে সল্ট বে-এর আচরণ ঘিরে বিতর্ক, ফিফার নজরে তুর্কি শেফ
হাসপাতালেই কাটবে বড়দিন, ক্রমশ আরও জটিল হচ্ছে পেলের শারীরিক অবস্থা