কাতার বিশ্বকাপের পর ফের চমক, বিনামূল্যে বাংলা-সহ ১১টি ভাষায় আইপিএল দেখা যাবে জিও অ্যাপে

Published : Jan 10, 2023, 04:25 PM ISTUpdated : Jan 10, 2023, 05:04 PM IST
IPL to be organised in Istanbul is a rumor

সংক্ষিপ্ত

এবারের আইপিএল কবে শুরু হবে সেটা এখনও জানা যায়নি। তবে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিসিসিআই কর্তাদের মতোই সম্প্রচারকারীরাও প্রস্তুতি চালাচ্ছেন।

জিও সিনেমায় বিনামূল্যে কাতার বিশ্বকাপের সব ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা গিয়েছিল। এবার জিও অ্যাপে আইপিএল-এর লাইভ স্ট্রিমিংও দেখা যাবে বলে জানা গিয়েছে। বাংলা-সহ ১১টি ভাষায় সম্প্রচার করা হবে এবারের আইপিএল। স্পোর্টস ১৮ চ্যানেলের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। ক্রিকেটপ্রেমীদের কাছে আরও বেশি করে যাতে আইপিএল-এর ম্যাচগুলি পৌঁছে দেওয়া যায়, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এতদিন আইপিএল-এর লাইভ স্ট্রিম দেখা গিয়েছে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। সেই অ্য়াপে অবশ্য বিনামূল্যে আইপিএল-এর কোনও ম্যাচ দেখা যেত না। কিন্তু জিও অ্যাপে বিনামূল্যেই দেখা যাবে সব ম্যাচ। ফলে এবারের আইপিএল-এ দর্শকের সংখ্যা অনেক বেড়ে যাবে বলেই আশা করেছেন সম্প্রচারকারীরা। তাঁদের আশা, টিভির দর্শকের সংখ্যা ছাপিয়ে যাবে লাইভ স্ট্রিমের দর্শকের সংখ্যা। এখন প্রায় সবারই হাতে স্মার্টফোন। অনেকেই ল্যাপটপ, ডেস্কটপ বা ট্য়াবে কাজ করার ফাঁকে খেলা দেখেন। এই ক্রিকেটপ্রেমীদের জন্যই জিও অ্যাপে বিনামূল্যে আইপিএল ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।

এবারের আইপিএল সম্প্রচারকারী সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, ‘বাংলা, ভোজপুরি, তামিল, তেলুগু-সহ ১১টি আঞ্চলিক ভাষায় এবারের আইপিএল সম্প্রচার করা হবে। স্পোর্টস ১৮ চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৫০০ মিলিয়নেরও বেশি। এবার আইপিএল সম্প্রচার করায় সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেড়ে যাবে। ফলে লাভের অঙ্ক বাড়াতে চাইছ এই চ্যানেল। যে বিজ্ঞাপনদাতারা এতদিন ধরে আইপিএল-এর সঙ্গে যুক্ত হতে চাইছিলেন কিন্তু সুযোগ পাননি তাঁদের এবার সুযোগ দিতে চাইছে স্পোর্টস ১৮। আরও বেশি বিজ্ঞাপন পাওয়ার লক্ষ্যে টাকার অঙ্ক কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে।’

সম্প্রচারকারীদের সঙ্গে অপর এক ব্যক্তি জানিয়েছেন, ‘বিজ্ঞাপনদাতাদের আকর্ষণ করার জন্য শুরুতে বিজ্ঞাপন বাবদ কম অর্থ নেওয়ার পরিকল্পনা করেছে স্পোর্টস ১৮। পরবর্তীকালে কেমন বিজ্ঞাপন পাওয়া যাচ্ছে সেটা দেখে বিজ্ঞাপনের জন্য অর্থের পরিমাণ বাড়ানো হতে পারে। আইপিএল জনপ্রিয় প্রতিযোগিতা। মানুষ আইপিএল নিয়ে আগ্রহী। সেটাকেই কাজে লাগাতে চাইছে এই চ্যানেল। এখন শহরাঞ্চলে বেশিরভাগ বাড়িতেই স্মার্ট টিভি আছে। অনেকেই অন্য প্যাকের বদলে জিও অ্যাপ নিচ্ছেন। ফলে আইপিএল-এর সময় দর্শকের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। ফলে বিনামূল্যে আইপিএল সম্প্রচারিত হলে টিভিতেও ম্যাচ দেখা যেতে পারে।’

স্পোর্টস ১৮ চ্যানেলের পক্ষ থেকে অবশ্য এখনও বিনামূল্যে আইপিএল লাইভ স্ট্রিমিংয়ের কথা স্বীকার করা হয়নি।

আরও পড়ুন-

সামনে প্রিয় ক্রিকেটারকে দেখে কেঁদে ফেলল শিশু, এগিয়ে গিয়ে আদর রোহিতের

দ্বিশতরান করার পরেও বাদ ঈশান কিষান! ক্ষুব্ধ ভেঙ্কটেশ প্রসাদ, মহম্মদ কাইফ

ভারত সফরে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না, জানালেন মিচেল স্টার্ক

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে