সংক্ষিপ্ত

ওডিআই ম্যাচে শতরান করের ম্যাচেই বাদ পড়েছিলেন বাংলার ব্যাটার মনোজ তিওয়ারি। এবার দ্বিশতরান করার পরেও খেলার সুযোগ পেলেন না ঈশান কিষান।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে দ্রুততম দ্বিশতরান করেছিলেন। তারপর ভারতীয় দল প্রথমবার যে ওডিআই ম্যাচ খেলছে সেই ম্যাচেই দল থেকে বাদ পড়লেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। চূড়ান্ত অফফর্মে থাকা কে এল রাহুলকে দলে রাখা হয়েছে। ওপেনার হিসেবে খেলানো হচ্ছে শুবমান গিলকে। কিন্তু দলে জায়গা হয়নি অসাধারণ ফর্মে থাকা ঈশানের। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি ট্যুইট করে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। ভারতের প্রাক্তন ব্যাটার মহম্মদ কাইফও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ঈশানের বাদ পড়া মেনে নিতে পারছেন না। কাইফও ট্যুইট করে এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন। যে ক্রিকেটার ফর্মে আছেন এবং সবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছেন তাঁকে এভাবে বাদ দেওয়া মনোবল নষ্ট করে দিতে পারে বলে মত প্রাক্তন ক্রিকেটারদের। সেই কারণেই তাঁরা ঈশানকে দলের বাইরে রাখার সিদ্ধান্তের বিরোধিতা করছেন।

 

 

 

 

 

ভালো খেলেও বাদ পড়ার ঘটনা ভারতীয় ক্রিকেটে নতুন নয়। অতীতে এই উদাহরণ অনেক রয়েছে। এবার ঈশানকেও একইভাবে বাদ পড়তে হল। রাহুল ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। কিন্তু তারপরেও তিনি দলে থেকে যাচ্ছেন। সে কথা উল্লেখ করেই ঈশানের বাদ পড়া নিয়ে সরব হয়েছেন প্রসাদ। তিনি একাধিক ট্যুইট করে ক্ষোভপ্রকাশ করেছেন। এই প্রাক্তন পেসার লিখেছেন, 'নিরপেক্ষভাবে চিন্তা করলে যে ছেলেটা ভারতের শেষ ওডিআই ম্যাচে দ্বিশতরান করেছে তাকে সুযোগ দেওয়া হত। যে সিরিজে ভারতীয় দল ২ ম্যাচ ও সিরিজ হেরে গিয়েছে সেখানে যে দ্বিশতরান করেছে তাকে অবশ্যই খেলানো উচিত ছিল। শুবমান গিলকে খেলার সুযোগ দেওয়ার জন্য অনেক সময় পাওয়া যাবে। কিন্তু যে ছেলেটা দ্বিশতরান করেছে তাকে কোনওভাবেই বাদ দেওয়া যায় না। আমরা যে সীমিত ওভারের ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছি না তার কারণ আছে। দলে নিয়মিত বদল আনা হচ্ছে এবং কয়েকজনকে বাদ দেওয়া হচ্ছে। যে ভালো খেলছে এবং দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তাকেই বাদ দেওয়া হচ্ছে। যে মাঝারি মানের ক্রিকেটার তাকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে। ইংল্যান্ডে শেষ ওডিআই ম্যাচে শতরান করে ভারতকে সিরিজ জিততে সাহায্য করল (ঋষভ)পন্থ। কিন্তু তারপর টি-২০ ম্যাচে ওর ফর্ম বিচার করে ওডিআই ম্যাচে দল থেকে বাদ দেওয়া হল। অন্যদিকে কে এল রাহুল ২টি ইনিংস ছাড়া টানা ব্যর্থ হয়েছে। তারপরেও ও দলে নিজের জায়গা ধরে রেখেছে। দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে পারফরম্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। এটা খুব দুঃখজনক।'

 

 

কাইফের ট্যুইট, ‘আজ ভারতীয় দলের খেলা দেখতে একটু অস্বস্তি হচ্ছে। গত ওডিআই ম্যাচে দ্বিশতরান করা ঈশান কিষান এবং গত টি-২০ ম্যাচে শতরান করা সূর্যকুমার যাদবকে ছাড়াই খেলছে ভারত। আশা করি ওদের মনোবল অটুট থাকবে।’

আরও পড়ুন-

ভারত সফরে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না, জানালেন মিচেল স্টার্ক

এখনই টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন না, জানিয়ে দিলেন রোহিত শর্মা

তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলছেন না জসপ্রীত বুমরা