সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে সামনে দেখতে পেয়ে আবেগে কেঁদে ফেলল এক শিশু। এগিয়ে গিয়ে তাকে আদর করলেন রোহিত।

বেশ কিছুদিন পর গুয়াহাটিতে খেলতে গিয়েছে ভারতীয় দল। প্রিয় ক্রিকেটারদের সামনে দেখতে পেয়ে আবেগ ধরে রাখতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সামনে দেখতে পেয়ে আবেগে চোখের জল ধরে রাখতে পারল না একটি শিশু। সে কাঁদছে দেখে এগিয়ে গিয়ে আদর করলেন রোহিত। তিনি শিশুটির গাল টিপে দিলেন, তাকে কাঁদতে বারণ করলেন। রোহিতের সঙ্গে কথা বলার পর কান্না থামল শিশুটির। সোমবার এই ঘটনা দেখা যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক সেরে রোহিত যখন স্টেডিয়াম থেকে বেরোচ্ছিলেন, তখন তাঁকে দেখার জন্য দাঁড়িয়েছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যে শিশুটিও ছিল। তার প্রিয় ক্রিকেটার রোহিত। ভারতের অধিনায়ককে একঝলক দেখতে পেয়েই কাঁদতে শুরু করে দেয় শিশুটি। তার কান্না শুনে এগিয়ে যান রোহিত। তিনি শিশুটিকে বলেন, 'কান্নার কী হয়েছে? তুই তো ছোট বাচ্চা।' এরপর শিশুটির গাল টিপে দিয়ে রোহিত বলেন, 'তোর গালগুলো মোটা মোটা।' ক্রিকেটপ্রেমীদের সঙ্গে সেলফিও তোলেন ভারতের অধিনায়ক। তাঁর এই আচরণে মুগ্ধ সবাই।

 

 

বাংলাদেশ সফরে দ্বিতীয় ওডিআই ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। এরপর তিনি ঢাকা থেকে মুম্বই ফিরে আসেন। চোট সারিয়ে এবার দলে ফিরেছেন এই ব্যাটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার প্রথম ওডিআই ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন রোহিত। তিনি ৬৭ বলে ৮৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ওপেন করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলে দলকে ভালো জায়গায় পৌঁছে দিলেন রোহিত। অপর ওপেনার শুবমান গিলও এদিন অসাধারণ ইনিংস খেললেন। তিনি ৬০ বলে ৭০ রান করেন। শুবমানের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। ওপেনিং জুটিতে যোগ হয় ১৪৩ রান। 

এটাই নতুন বছরে ভারতের প্রথম ওডিআই ম্যাচ। গত বছরের শেষদিকে বাংলাদেশ সফরে ১-২ ফলে ওডিআই সিরিজ হেরে যায় ভারতীয় দল। সেই সিরিজের প্রথম ২ ম্যাচেই হেরে যায় ভারত। শেষ ম্যাচে অবশ্য জয় পায় ভারত। এবার দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতাই ভারতীয় দলের লক্ষ্য।

আরও পড়ুন-

দ্বিশতরান করার পরেও বাদ ঈশান কিষান! ক্ষুব্ধ ভেঙ্কটেশ প্রসাদ, মহম্মদ কাইফ

ভারত সফরে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না, জানালেন মিচেল স্টার্ক

তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলছেন না জসপ্রীত বুমরা