Ravindra Jadeja: কেকেআর-এর বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স, আইপিএল-এ নতুন ইতিহাস জাডেজার

Published : Apr 09, 2024, 02:19 AM ISTUpdated : Apr 09, 2024, 02:43 AM IST
MS Dhoni_Ravindra Jadeja

সংক্ষিপ্ত

আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এবারের আইপিএল-এও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন চেন্নাই সুপার কিংসের এই তারকা।

সোমবার চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নতুন রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। আইপিএল-এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অন্তত ১,০০০ রান, ১০০ উইকেট এবং ১০০ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন এই তারকা। কেকেআর-এর বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন জাডেজা। তাঁর শিকার হন সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী ও ভেঙ্কটেশ আইয়ার। ম্যাচের প্রথম বলেই ফিলিপ সল্টের ক্যাচ নিয়ে সতীর্থ তুষার দেশপাণ্ডেকে উইকেট পেতে সাহায্য করেন জাডেজা। এরপর তিনি মুস্তাফিজুর রহমানের বলে শ্রেয়াস আইয়ারের ক্যাচ নেন। কেকেআর-এর বিরুদ্ধে ৩ উইকেট এবং জোড়া ক্যাচের মাধ্যমেই নতুন রেকর্ড গড়েছেন জাডেজা। তিনি এই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। কারণ, সতীর্থরা ভালো ব্যাটিং করে কেকেআর-এর রান টপকে যান।

ম্যাচের সেরা জাডেজা

কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হন জাডেজা। দলকে জিতিয়ে এই তারকা বলেন, ‘আমি সবসময় এই ধরনের উইকেটে বোলিং করতে ভালোবাসি। আমি প্রতিটি বলই ভালো জায়গায় রেখে যাওয়ার চেষ্টা করছিলাম। আমি এখানে অনেক অনুশীলন করেছি। এই পিচে ভালো জায়গায় বল রাখতে পারলে সাহায্য পাওয়া যায়। চিপকের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া এবং কিছু পরিকল্পনা করার জন্য অন্য দলগুলির বেশ সময় লাগে। এখানে খেলতে এসে পিচের অবস্থা বোঝার ক্ষেত্রেও অন্য দলগুলির সমস্যা হয়। আমরা এখানকার পরিবেশ-পরিস্থিতি খুব ভালো জানি।’

কেকেআর-এর বিরুদ্ধে ফর্মে ফিরলেন জাডেজা

চলতি আইপিএল-এ সিএসকে-র প্রথম ৪ ম্যাচে মাত্র ১ উইকেট নেন জাডেজা। তবে কেকেআর-এর বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করলেন এই স্পিনার। তিনি কেকেআর-এর গুরুত্বপূর্ণ জুটি ভেঙে দেন। ফলে বড় স্কোর করতে ব্যর্থ হয় কেকেআর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: রুতুরাজের দুরন্ত ইনিংস, কেকেআর-এর বিরুদ্ধে ৭ উইকেটে জয় সিএসকে-র

Dinesh Karthik: 'প্রকাশ্যে পাশে থাকেন, ব্যক্তিগতভাবে গালিগালাজ করেন আরসিবি সমর্থকরা,' জানালেন কার্তিক

IPL 2024: গুজরাট টাইটানসের বিরুদ্ধে সহজ জয়, ভালো জায়গায় লখনউ সুপার জায়ান্টস

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!
আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?