Dinesh Karthik: 'প্রকাশ্যে পাশে থাকেন, ব্যক্তিগতভাবে গালিগালাজ করেন আরসিবি সমর্থকরা,' জানালেন কার্তিক

এবারের আইপিএল-এ খেলেই অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন দীনেশ কার্তিক। বিদায়ী আইপিএল চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন এই উইকেটকিপার-ব্যাটার।

আইপিএল-এ যত ফ্র্যাঞ্চাইজি আছে, তার মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের আনুগত্যই বোধহয় সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি দল, কিন্তু তা সত্ত্বেও সবসময় দলের পাশে থাকেন আরসিবি সমর্থকরা। তাঁদের এই আনুগত্য ক্রিকেটারদেরও মুগ্ধ করে দিয়েছে। এই সমর্থকদের বিষয়েই এবার মুখ খুললেন আরসিবি-র উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে আরসিবি সমর্থকদের বিষয়ে নিজের মতামত জানিয়েছেন কার্তিক। তিনি সমর্থকদের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকের কথাও উল্লেখ করেছেন। ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, ফ্র্যাঞ্চাইজি মালিক, সমর্থক মিলে আরসিবি যে পরিবার, সে কথাও উল্লেখ করেছেন কার্তিক।

আরসিবি সমর্থকদের নিয়ে অকপট কার্তিক

Latest Videos

আরসিবি সমর্থকদের সম্পর্কে কার্তিক বলেছেন, ‘আরসিবি সমর্থকরা প্রকাশ্যে সবসময় দল ও দলের ক্রিকেটারদের পাশে থাকেন। অন্য কেউ যদি বলে, আআরসিবি-র কোনও একজন ক্রিকেটার ভালো না, তাহলে আরসিবি সমর্থকরা তার উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু ব্যক্তিগতভাবে সেই খেলোয়াড়কেই গালিগালাজ করবে আরসিবি সমর্থকরা। আমাকে প্রতিদিন গালিগালাজ করে বার্তা পাঠায় আরসিবি সমর্থকরা। ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেই গালিগালাজ সহ্য করতে হয়। শুধু আমাকেই না, আমার পরিবার, আমার জীবনের সঙ্গে যুক্ত প্রত্যেককে গালিগালাজ করা হয়। কিন্তু কখনও দলের পাশ থেকে সরে যায় না আরসিবি সমর্থকরা।’

আরসিবি সমর্থকদের আনুগত্যে মুগ্ধ কার্তিক

আরসিবি সমর্থকদের সম্পর্কে কার্তিক আরও বলেছেন, ‘আরসিবি সমর্থকরা অনুগত। ওরা আসলে পরিবারের মতো। সবচেয়ে ভালো দিক হল, দল যে অবস্থাতেই থাকুক না কেন, আমি মাঠে নামলে ওরা আমার নাম ধরে চিৎকার করে। আমার তখন মনে হয় আমিই বিশ্বের সেরা ক্রিকেটার। বাইরের সবাইকে ওরা বুঝিয়ে দেয়, সবসময় দলের পাশে আছে। কিন্তু গোপনে আবার ওদের অন্য রূপ দেখা যায়।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: রুতুরাজের দুরন্ত ইনিংস, কেকেআর-এর বিরুদ্ধে ৭ উইকেটে জয় সিএসকে-র

IPL 2024: গুজরাট টাইটানসের বিরুদ্ধে সহজ জয়, ভালো জায়গায় লখনউ সুপার জায়ান্টস

Jasprit Bumrah: দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে আইপিএল-এ ১৫০ উইকেট, নতুন নজির জসপ্রীত বুমরার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today