Rishabh Pant: অনুশীলনে আগের মতোই ব্যাটিং ঋষভ পন্থের, জানালেন প্রবীণ আমরে

Published : Mar 14, 2024, 05:49 PM ISTUpdated : Mar 14, 2024, 06:30 PM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এর অন্যতম আকর্ষণ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর ফিটনেস নিয়ে ক্রিকেট মহলের প্রবল আগ্রহ রয়েছে।

অনুশীলনে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত সহকারী কোচ প্রবীণ আমরে। তিনি জানিয়েছেন, দলের প্রথম অনুশীলনেই ঋষভের ব্যাটিংয়ে পুরনো ঝলক দেখা গিয়েছে। আমরে বলেছেন, ‘আমাদের দলে কোচিংয়ের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা সবাই তো বটেই, আমি ব্যক্তিগতভাবেও ঋষভ পন্থকে ব্যাটিং করতে দেখে সত্যিই খুব খুশি হয়েছি। ওকে দেখে মনেই হয়নি দীর্ঘদিন পর ব্যাটিং করছে। ওর ব্যাটিং দেখে আগের মতোই লাগছে। এর জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে।  ও এক বছর ধরে যে পরিশ্রম করেছে, সেটা মোটেই সহজ ছিল না। ও মানসিকভাবে কতটা শক্তিশালী এবং ওর মধ্যে কতটা খিদে আছে, সেটা বোঝা যাচ্ছে।’

আইপিএল-এর প্রস্তুতিতে দিল্লি ক্যাপিটালস

দলের প্রথম অনুশীলন পর্ব সম্পর্কে আমরে বলেছেন, ‘আমরা সবাই একত্রিত হয়ে উইকেটের অবস্থা বুঝে নিতে চাইছিলাম। আমাদের দলে এবার কয়েকজন এমন ক্রিকেটার আছে যারা নতুন যোগ দিয়েছে। আমরা ওদের স্বাগত জানাতে চেয়েছিলাম। দলের সবাই যাতে অনুশীলন পর্ব উপভোগ করতে পারে, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ছিল। আমরা অনুশীলন ম্যাচও খেলব। তার ফলে আইপিএল শুরু হওয়ার আগে আমাদের দলের সব বিভাগের অবস্থা বুঝতে পারব। আমরা যেভাবে অনুশীলনের পরিকল্পনা করেছি, তাতে দলের সবাই তরতাজা অবস্থায় থাকবে। আমাদের প্রথম ম্যাচ মোহালিতে। তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’

বিশাখাপত্তনমে আইপিএল-এর প্রস্তুতিতে ঋষভরা

এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের প্রথম দু'টি হোম ম্যাচ হবে বিশাখাপত্তনমে। এ প্রসঙ্গে আমরে বলেছেন, ‘বিশাখাপত্তনমে বরাবরই প্রচুর রান হয়। আমরা ঠিক সেটাই চেয়েছিলাম। এখানকার পিচে বাউন্স আছে। উইকেট কেমন হয় সেটা দেখার অপেক্ষায় আমরা। আইপিএল-এর শুরুটা ভালোভাবে করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেটাররা যে পিচে দলের জন্য সেরাটা দিতে পারবে, সেই ধরনের উইকেটই ওদের দিতে হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lahiru Thirimanne: ঋষভ পন্থের মতোই গাড়ি দুর্ঘটনা, হাসপাতালে লাহিড়ু থিরিমানে

Rishabh Pant: 'মনে হচ্ছে ফের অভিষেক ঘটাতে চলেছি,' দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে আবেগঘন ঋষভ পন্থ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে