Rishabh Pant: দুর্ঘটনার পর ক্রিকেটের প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছে: ঋষভ পন্থ

এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পদে ফিরেছেন ঋষভ পন্থ। দীর্ঘদিন পর প্রত্যাবর্তন ঘটিয়ে ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া এই উইকেটকিপার-ব্যাটার।

গাড়ি দুর্ঘটনার পর ক্রিকেটের প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছে। এমনই জানালেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। এবারের আইপিএল শুরু হওয়ার আগে বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই উইকেটকিপার-ব্যাটার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ক্রিকেটের প্রতি ভালোবাসা। ঋষভ বলেছেন, ‘মাঠে ফিরে আমি সত্যিই আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। আমি যখনই মাঠে যাচ্ছি খুব ভালো লাগছে। প্রতিদিন ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কমে যাওয়ার বদলে বেড়ে গিয়েছে। আমি বলব, এখন ক্রিকেট আরও ভালোবাসি। আগেও সবকিছুর চেয়ে ক্রিকেটই বেশি ভালোবাসতাম। তবে এখন ক্রিকেটের প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছে। আমি যখন মাঠে যাচ্ছি, আমি প্রাণশক্তি অনুভব করছি। মাঠে থাকতেই আমার ভালো লাগছে। এটাই জীবনের সবচেয়ে ভালো দিক।’

বিসিসিআই ও এনসিএ-র প্রতি কৃতজ্ঞ ঋষভ

Latest Videos

গাড়ি দুর্ঘটনার পর শরীরের বিভিন্ন অংশে চোট পান ঋষভ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ডান হাঁটুর তিনটি লিগামেন্ট। ফিট হয়ে ওঠার জন্য অস্ত্রোপচার করাতে হয়। এ প্রসঙ্গে এই উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘বিসিসিআই আমাকে সবসময় সাহায্য করে গিয়েছে। আমার যখনই যা কিছু দরকার হয়েছে সে সবই দেওয়ার চেষ্টা করেছে বিসিসিআই। এর জন্য আমি কৃতজ্ঞ। আমি সবসময় সাহায্য পেয়েছি। আমি এর জন্য বাধিত। আমার দুর্ঘটনার পর ফিট হয়ে উঠতে অনেকদিন সময় লেগেছে। মাঝেমধ্যেই আমি হতাশ হয়ে পড়ছিলাম। এটা হওয়া স্বাভাবিক। সেই সময় আমাকে সাহায্য করেছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি।’

 

 

১৫ মাস পর মাঠে ফিরছেন ঋষভ

চোটের জন্য ২০২৩ সালের পুরোটাই মাঠের বাইরে কাটাতে হয়েছে ঋষভকে। ১৫ মাস পর মাঠে ফিরছেন এই উইকেটকিপার-ব্যাটার। এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচের জন্য তৈরি হচ্ছেন ঋষভরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: চোট পাওয়া লুঙ্গি এনগিডির পরিবর্তে দিল্লি ক্যাপিটালসে জেক ফ্রেজার-ম্যাকগার্ক

Kolkata Knight Riders: পার্থক্য গড়ে দেবেন মিচেল স্টার্ক, মত গৌতম গম্ভীরের

Rishabh Pant: অনুশীলনে আগের মতোই ব্যাটিং ঋষভ পন্থের, জানালেন প্রবীণ আমরে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral