IPL 2024: এবারের আইপিএল-এ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী পন্থ, জানালেন পন্টিং

এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে এবারের আইপিএল-এ তিনি মাঠে ফিরবেন বলে আশা করছেন। প্রায় ১০০ শতাংশ ফিট হয়ে উঠেছেন পন্থ।

এবারের আইপিএল-এ খেলার মতো ফিট হয়ে উঠেছেন ঋষভ পন্থ। তিনি আইপিএল-এ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। এমনই জানালেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং। তিনি বলেছেন, ‘ঋষভের মনে হচ্ছে ও ঠিক পথেই এগোচ্ছে। ও আইপিএল-এ খেলার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। তবে ও খেলতে পারবে কি না সে ব্যাপারে আমরা এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি, ভিডিও দেখা যাচ্ছে। ঋষভ দৌড়চ্ছে, শারীরিক কসরত করছে, ব্যাটিং করছে, এসব দেখা যাচ্ছে। এবারের আইপিএল-এর প্রথম ম্যাচের আগে আমাদের কাছে ৬ সপ্তাহ আছে। ঋষভ উইকেটকিপিং করতে পারবেন কি না নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমি যদি ঋষভকে জিজ্ঞাসা করি, তাহলে ও বলবে সব ম্যাচে খেলব। ও সব ম্যাচে খেলতে চাইবে এবং ৪ নম্বরে ব্যাটিং করতে চাইবে। ও এরকমই। আমরা আশা করছি ও এবারের আইপিএল-এ খেলতে পারবে। ও-ই আমাদের দলের অধিনায়ক। গত বছর আমরা ওর অভাব অনুভব করেছি।’

কঠোর পরিশ্রম করছেন পন্থ

Latest Videos

পন্টিং জানিয়েছেন, ‘ঋষভ ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল। গত ১২-১৩ মাস ধরে ও কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে সেটা বুঝতে হবে। আমি একটা কথা জানি, ও দুর্ঘটনার পরেও বেঁচে আছে বলে নিজেকে সৌভাগ্যবান মনে করছে। ফের ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে বলেও নিজেকে সৌভাগ্যবান মনে করছে। আমরা ঋষভের মাঠে ফেরার অপেক্ষায় আছি। আশা করি ও এবার খেলতে পারবে। সব ম্যাচে যদি খেলতে না-ও পারে, ১৪টি ম্যাচের মধ্যে অন্তত ১০টি ম্যাচেও যদি খেলতে পারে, তাহলে সেটা আমাদের দলের পক্ষে ভালো হবে।’

আইপিএল-এর জন্য তৈরি হচ্ছেন পন্থ

২০২৩ সালের আইপিএল-এর সময় ক্রাচ নিয়েই দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন পন্থ। তিনি দলের অনুশীলন দেখতেও গিয়েছিলেন। এবার ফিট হয়ে মাঠে নামার জন্যই তৈরি হচ্ছেন এই উইকেটকিপার-ব্যাটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: ২৩ মার্চ শুরু, ২৯ মে আইপিএল ফাইনাল, খবর বিসিসিআই সূত্রে

Jasprit Bumrah: প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরা

ICC Under-19 Cricket World Cup: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর