সংক্ষিপ্ত
সরকারিভাবে এখনও বিসিসিআই-এর পক্ষ থেকে আইপিএল-এর সূচি ঘোষণা করা হয়নি। তবে প্রস্তুতি চলছে জোরকদমে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হতে পারে।
২৩ মার্চ শুরু হতে চলেছে আইপিএল। ফাইনাল হবে ২৯ মে। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। এবার আইপিএল-এর ১৭-তম মরসুম। মোট ১০টি দল এবারের আইপিএল-এ থাকছে। মূল স্পনসর হিসেবে থাকছে টাটা। কয়েকদিনের মধ্যেই বিসিসিআই-এর পক্ষ থেকে সরকারিভাবে আইপিএল-এর সূচি ঘোষণা করা হতে পারে। দেশের মাটিতে এখন ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছে। ২ দলের বেশিরভাগ ক্রিকেটারই আইপিএল-এ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন। ১১ মার্চ ভারত-ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার কথা। ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর ক্রিকেটাররা যাতে কয়েকদিন বিশ্রাম পান, সেই কারণে মার্চের শেষদিকে আইপিএল শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।
আইপিএল-এ মোট ৭৪ ম্যাচ
২০২৩ সালের মতোই এবারও হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে হবে এবারের আইপিএল। ১০টি দল মোট ৭৪টি ম্যাচ খেলবে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা করা হয়নি। সেদিকে নজর থাকছে বিসিসিআই কর্তাদের। তবে লোকসভা নির্বাচন চললেও, এবারের আইপিএল-এর সব ম্যাচই দেশের মাটিতে হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। কোন শহরে কবে ভোটগ্রহণ সেই অনুযায়ী আইপিএল-এর ম্যাচ দেওয়া হবে।
আইপিএল-এর প্রথম ম্যাচে মুম্বই-চেন্নাই লড়াই?
বিসিসিআই সূত্রে খবর, এবারের ২৩ মার্চ এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ হতে পারে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। তিনিই দলকে নেতৃত্ব দেবেন। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্স কবে প্রথম ম্যাচ খেলবে বা ইডেন গার্ডেন্সে কবে ম্যাচ হবে সেসব এখনও জানা যায়নি। লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের তারিখের উপর কলকাতায় ম্যাচের দিন নির্ভর করবে। বিসিসিআই কর্তারা সেই অনুযায়ীই আইপিএল-এর সূচি ঠিক করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Jasprit Bumrah: প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরা
ICC Under-19 Cricket World Cup: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত
TATA IPL: রেকর্ড অর্থে ২০২৮ পর্যন্ত আইপিএল-এর টাইটেল স্পনসর টাটা গ্রুপ