IPL 2024: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের

এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত অপরাজিত কলকাতা নাইট রাইডার্স। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাওয়াই কেকেআর শিবিরের লক্ষ্য।

Soumya Gangully | Published : Apr 3, 2024 1:22 PM IST / Updated: Apr 03 2024, 07:42 PM IST

এবারের আইপিএল-এ নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। উইকেটে দেখে ভালো বলেই মনে হচ্ছে। গত ম্যাচের তুলনায় উইকেটে খুব বেশি বদল হয়নি। আমি এর আগে দিল্লির হয়ে খেলেছি। এখন কেকেআর-এ আছি। আমি এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। ম্যাচের ফল যা খুশি হতে পারে। আমাদের নির্দিষ্ট প্রক্রিয়া বজায় রাখতে হবে। আমাদের হয়ে সুনীল নারিন প্রথম ৬ ওভারে বিপক্ষের বোলারদের আক্রমণ করছে। ওর ভূমিকা স্পষ্ট। দলের বাকিরাও জানে ওদের কাছ থেকে আমরা কী আশা করছি।’

কেকেআর-এর হয়ে খেলছেন অঙ্গকৃশ রঘুবংশী

কেকেআর-এর প্রথম একাদশে আছেন- ফিলিপ সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে আছেন- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, রাশিক দার সালাম, অ্যানরিক নর্খিয়ে, ইশান্ত শর্মা ও খলিল আহমেদ।

বোলারদের কৃতিত্ব দিচ্ছেন ঋষভ

দিল্লির অধিনায়ক বলেছেন, ‘আমরাও টসে জিতলে প্রথমে ব্যাটিং করতাম। পরের দিকে উইকেট একটু মন্থর হয়ে যেতে পারে। দলের সবার সঙ্গে খেলতে পেরে খুব ভালো লাগছে। তবে আমি সুদূর ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছি না। আমাদের ফাস্ট বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। আমরা চাই ওরা ফের একইরকম পারফরম্যান্স দেখাক। দলের সবাই নেটে পরিশ্রম করছে। আমাদের ঠিকমতো খেলে যেতে হবে। মুকেশ কুমার চোটের জন্য খেলতে পারছে না। ওর পরিবর্তে খেলছে সুমিত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mayank Yadav: আইপিএল-এ অভিষেকেই পরপর ২ ম্যাচে সেরা, ভারতীয় ক্রিকেটের নতুন তারকা ময়াঙ্ক যাদব

IPL 2024: ফের ময়াঙ্ক যাদবের অসাধারণ বোলিং, আরসিবি-র বিরুদ্ধে সহজ জয় লখনউয়ের

IPL 2024: রিয়ান পরাগের অপরাজিত অর্ধশতরান, মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয় রাজস্থানের

Read more Articles on
Share this article
click me!