এবারের আইপিএল-এ অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের সবচেয়ে বড় শক্তি ব্যাটিং লাইনআপ। শনিবারের ম্যাচেও ব্যাটিংয়ের জন্যই জয় পেল হায়দরাবাদ।
জেক ফ্রেজার-ম্যাকগার্কের মরিয় লড়াইয়েও কোনও লাভ হল না। দিল্লি ক্যাপিটালসকে সহজেই ৬৭ রানে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ২৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে দারুণ লড়াই করল দিল্লি ক্যাপিটালস। ১৯.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে গেল ঋষভ পন্থের দল। ১৮ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ম্যাকগার্ক। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি। ৩৫ বলে ৪৪ রান করেন ঋষভ। ২২ বলে ৪২ রান করেন অভিষেক পোড়েল। ৫ বলে ১৬ রান করেন পৃথ্বী শ। ১০ রান করেন ট্রিস্টান স্টাবস। হায়দরাবাদের হয়ে ৪ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন টি নটরাজন। ২ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন ময়াঙ্ক মার্কণ্ডে। ২.১ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন নীতীশ রেড্ডি। ২ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ৪ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
ব্যাটিং তাণ্ডবে জয় হায়দরাবাদের
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৬৬ রান করে হায়দরাবাদ। ৩২ বলে ৮৯ রান করেন ট্রেভিস হেড। তিনি ১১টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি মারেন। ১২ বলে ৪৬ রান করেন অভিষেক শর্মা। তিনি ২টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি মারেন। ২৯ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। তিনি ২টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি মারেন। ২৭ বলে ৩৭ রান করেন নীতীশ। দিল্লির হয়ে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব।
পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে হায়দরাবাদ
দিল্লির বিরুদ্ধে জয় পাওয়ার পর ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ। ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে দিল্লি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
MS Dhoni: বিশেষভাবে সক্ষম অনুরাগীর আঁকা ছবিতে অটোগ্রাফ, ফের মন জয় ধোনির, ভাইরাল ভিডিও
IPL 2024: রোহিত শর্মাকে পাঞ্জাব কিংসে চান? ভুয়ো খবর, দাবি প্রীতি জিন্টার
IPL 2024: রাহুলের অসামান্য ব্যাটিং, চেন্নাইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে জয় লখনউয়ের