MS Dhoni: বিশেষভাবে সক্ষম অনুরাগীর আঁকা ছবিতে অটোগ্রাফ, ফের মন জয় ধোনির, ভাইরাল ভিডিও

Published : Apr 20, 2024, 04:59 PM ISTUpdated : Apr 20, 2024, 05:42 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

আইপিএল-এ রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাঠে যেমন অসাধারণ পারফরম্যান্স, তেমনই মাঠের বাইরেও ধোনির আচরণ বারবার অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

লখনউয়ে মাঠের মতোই মাঠের বাইরেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিলেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। বিশেষভাবে সক্ষম এক ক্রিকেটপ্রেমীর আঁকা ছবি চেয়ে নিয়ে সেই ক্যানভাসে অটোগ্রাফ দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। দেখা যাচ্ছে, ধোনি অনুশীলন সেরে বেরনোর সময় মাঠের বাইরে থেকে তাঁকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন এক তরুণ। তাঁর হাতে একটি ছবি। এই বিশেষভাবে সক্ষম তরুণকে দেখে দাঁড়িয়ে পড়েন ধোনি। তিনি ওই ছবি চেয়ে নেন। এরপর সেই ছবিতে অটোগ্রাফ দেন সিএসকে কিংবদন্তি। তাঁর এই সৌজন্য ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

একানার নায়ক ধোনি

শুক্রবারের ম্যাচে সহজ জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে অসাধারণ ব্যাটিং করেছেন কে এল রাহুল, কুইন্টন ডি কক। সিএসকে-র হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রবীন্দ্র জডেজা। কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়েছে ধোনিকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আবেগ। এই কিংবদন্তি ব্যাটিং করতে নামার সময় যে শব্দব্রহ্ম শোনা যায়, তা সবার কাছেই ঈর্ষণীয়। ২০২৩ সালের আইপিএল-এও ধোনিকে নিয়ে সব স্টেডিয়ামেই উন্মাদনা, আবেগ দেখা গিয়েছিল। এবারের আইপিএল-এও একই ছবি দেখা যাচ্ছে। একানায় ৯ বলে ২৮ রান করেন ধোনি। বয়স ৪২ বছর, চোট নিয়ে খেলছেন। তা সত্ত্বেও ঝোড়ো ব্যাটিং করছেন এই তারকা। তাঁর পারফরম্যান্সে অনুরাগীরা মুগ্ধ।

 

 

ওয়াংখেড়েতেও অনুরাগীর মন জয় ধোনির

চলতি আইপিএল-এই এর আগেও মাঠের বাইরে ধোনির সৌজন্যের পরিচয় পাওয়া গিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৪ বলে ২০ রান করেন তিনি। এরপর ড্রেসিংরুমে ফেরার সময় বল নিয়ে গ্যালারিতে থাকা এক অনুরাগীর হাতে সেই বল তুলে দেন ধোনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ক্রিকেটপ্রেমীরা এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Chennai Super Kings: বিয়ের কার্ডের থিম চেন্নাই সুপার কিংস! ধোনির অনুরাগীর কাণ্ডে শোরগোল

Rohit Sharma: আইপিএল-এ ২৫০ ম্যাচ, মহেন্দ্র সিং ধোনির নজির স্পর্শ রোহিত শর্মার

IPL 2024: রোহিত শর্মার অপরাজিত শতরানেও চেন্নাইয়ের কাছে হার মুম্বইয়ের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে