Virat Kohli: দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও আইপিএল-এ নতুন উচ্চতায় বিরাট কোহলি

ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে আইপিএল-এ সবার আগে বিরাট কোহলি। কিন্তু এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল চ্যাম্পিয়ন করতে পারলেন না বিরাট।

আইপিএল-এ নতুন নজির গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি। বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ২৪ বলে ৩৩ রান করেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। এই ইনিংসের মাধ্যমেই আইপিএল-এ ৮,০০০ রান পূরণ করলেন বিরাট। আইপিএল-এ প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন তিনি। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচে ২৯ রান করার সঙ্গে সঙ্গে ৮,০০০ রান হয়ে যায় বিরাটের। তিনি এদিন বড় ইনিংসের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু প্রাক্তন সতীর্থ লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের বলে স্লগ-স্যুইপ করতে গিয়ে আউট হয়ে যান বিরাট। তাঁর দল এবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারল না। তবে অনন্য ব্যক্তিগত নজির গড়লেন বিরাট। অন্য কোনও ব্যাটার এখনও পর্যন্ত ৭,০০০ রানও করতে পারেননি।

অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে বিরাট

Latest Videos

এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি রান করার সুবাদে অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে বিরাট। ১৫ ম্যাচ খেলে ৭৪১ রান করেছেন এই তারকা ব্যাটার। সর্বাধিক স্কোর অপরাজিত ১১৩। এবারের আইপিএল-এ একটি ম্যাচেই শতরান করেছেন বিরাট। তিনি ৫টি ম্যাচে অর্ধশতরান করেছেন। এখনও পর্যন্ত অন্য কোনও ব্যাটার ৬০০ রানও করতে পারেননি। ফলে অরেঞ্জ ক্যাপ জিততেই পারেন বিরাট। ২০১৬ সালের আইপিএল-এ ব্যক্তিগত সর্বাধিক ৯৭৩ রান করেছিলেন বিরাট। এবারের আইপিএল-এও দুর্দান্ত ব্যাটিং করলেন তিনি।

আইপিএল-এ সফলতম ব্যাটার বিরাট

আইপিএল-এ এখনও পর্যন্ত ৮টি শতরান ও ৫৫টি অর্ধশতরান করেছেন বিরাট। তিনি আরসিবি-র ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩,০০০-এর বেশি রান করেছেন। আইপিএল-এর ইতিহাসে অন্য কোনও ব্যাটার একটি মাঠে এত রান করার নজির গড়তে পারেননি। ফলে সবাইকে ছাপিয়ে গেলেন বিরাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Eliminator RR vs RCB: যশস্বী-পরাগের লড়াই, আরসিবি-কে ছিটকে দিল রাজস্থান

Bangladesh vs USA: মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হার! টি-২০ বিশ্বকাপের আগে বিপাকে বাংলাদেশ

IPL 2024 Qualifier 1 SRH vs KKR: ২ আইয়ারের দাপট, হায়দরাবাদকে উড়িয়ে আইপিএল ফাইনালে কেকেআর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News