সংক্ষিপ্ত
কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান। তাঁর আশঙ্কাই সত্যি প্রমাণ হচ্ছে।
টি-২০ বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রথম টি-২০ ম্যাচে ৫ উইকেটে হেরে গেলেন শাকিব আল-হাসানরা। দুর্বল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই হেরে যাওয়ায় বাংলাদেশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তাওহিদ হৃদয় ছাড়া বাংলাদেশের কোনও ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। বাংলাদেশের বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ভালো পারফরম্যান্স দেখালেন কোরি অ্যান্ডারসন, হরমিত সিং, স্টিভেন টেলর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও ২টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচগুলিতেও যদি হেরে যায় বাংলাদেশ, তাহলে টি-২০ বিশ্বকাপের আগে চাপ বাড়বে।
ব্যাটিং-বোলিংয়ে চূড়ান্ত ব্যর্থ বাংলাদেশ
বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মনাঙ্ক প্যাটেল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। ইনিংসের শুরুটা খারাপ হয়নি। ওপেনার লিটন দাস করেন ১৪ রান। অপর ওপেনার সৌম্য সরকার করেন ২০ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩ রান করেই আউট হয়ে যান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪৭ বলে ৫৮ রান করেন হৃদয়। শাকিব আল-হাসান করেন ৬ রান। ২২ বলে ৩১ রান করেন মাহমুদুল্লাহ। ৯ রান করে অপরাজিত থাকেন জাকের আলি। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ৩ ওভার বোলিং করে ৯ রান দিয়ে ২ উইকেট নেন টেলর।
মার্কিন যুক্তরাষ্ট্রের দুরন্ত লড়াই
মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে সর্বাধিক ৩৪ রান করে অপরাজিত থাকেন অ্যান্ডারসন। ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন হরমিত। ওপেনার টেলর করেন ২৮ রান। আন্দ্রিজ গুজ করেন ২৩ রান। মনাঙ্ক করেন ১২ রান। নীতীশ কুমার করেন ১০ রান। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
2007 ICC World Twenty20 Final: 'আগেই জানতাম শেষ ওভারে জোগীন্দর বোলিং করবে,' ধোনির প্রশংসায় মিসবা
India Vs Pakistan: ৯ জুন টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, তৈরি নাসাউ কাউন্টি স্টেডিয়াম
2024 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ভারতের