রবিবার চিপকে আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বার খেতাব জয়ের জন্য দলকে তৈরি করছেন মেন্টর গৌতম গম্ভীর।
রবিবার সন্ধেবেলা বাড়িতে থাকার পরিকল্পনা নেই? কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোনও কাজে বাইরে থাকছেন? প্রিয়জনদের সঙ্গে ছোট্ট আউটিংয়ে যাচ্ছেন? আইপিএল ফাইনাল তো মিস করলে চলবে না। যেখানেই থাকুন না কেন, হাতে বা পকেটে মোবাইল ফোন তো থাকছেই। অফিসে থাকলে কম্পিউটার বা ল্যাপটপ থাকছে। যেখানেই থাকুন না কেন, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ ঠিক থাকলে সরাসরি আইপিএল ফাইনাল দেখা যাবে। জিওসিনেমা অ্যাপ, ওয়েবসাইটে বিনামূল্যেই দেখা যাবে আইপিএল ফাইনাল। মোবাইল ফোনে ম্যাচ দেখতে চাইলে জিওসিনেমা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যানড্রয়েড, আইওএস, অ্যানড্রয়েড টিভি, ডেস্কটপ, ফায়ার টিভি স্টিক, অ্যাপল টিভি+, ফায়ার টিভিতে সরাসরি আইপিএল ফাইনাল দেখা যাবে। ফলে বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দেখার ক্ষেত্রে সমস্যা হবে না।
১২টি ভাষায় শোনা যাবে ধারাভাষ্য
বিপুল অর্থের বিনিময়ে এবারের আইপিএল-এর সম্প্রচার ও লাইভ-স্ট্রিমিংয়ের স্বত্ব দিয়েছে বিসিসিআই। লাইভ-স্ট্রিমিং হচ্ছে জিওসিনেমায়। ভারতীয় উপমহাদেশে ডিজিট্যাল রাইটস পেয়েছে ভায়াকম ১৮। টেলিভিশনে আইপিএল-এর ম্যাচগুলি সরাসরি দেখা যাচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। জিওসিনেমায় ১২টি ভাষায় ধারাভাষ্য শোনা যাচ্ছে। বাংলা, ইংরাজি, হিন্দি, মারাঠি, গুজরাটি, ভোজপুরি, পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ও হরিয়ানভি ভাষায় আইপিএল-এর ধারাভাষ্য শোনা যাচ্ছে। রবিবার ফাইনালেও এর ব্যতিক্রম হচ্ছে না।
টেলিভিশনে কীভাবে দেখা যাবে আইপিএল ফাইনাল?
রবিবার সন্ধে সাড়ে ৭টা থেকে টেলিভিশনে সরাসরি আইপিএল ফাইনাল দেখা যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস এইচডি ২ চ্যানেলে। এছাড়া স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলেও ম্যাচ দেখা যাবে। ফলে রবিবার সন্ধেবেলা আইপিএল ফাইনাল উপভোগ করা নিয়ে চিন্তা নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024 Final KKR Vs SRH: রবিবার আইপিএল ফাইনাল, কীভাবে সরাসরি দেখা যাবে ম্যাচ?
IPL Final 2024 KKR vs SRH: ঘূর্ণিঝড়ের প্রভাবে আইপিএল ফাইনাল ভেস্তে গেলে কে চ্যাম্পিয়ন হবে?
IPL Final 2024: আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ লড়াইয়ে কোন দল এগিয়ে?