গত কয়েক মাস ধরে ব্যক্তিগত সমস্যায় জেরবার ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মাঠে ও মাঠের বাইরে তাঁর সময় একেবারেই ভালো যাচ্ছে না।
অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফদের পাশাপাশি কয়েকজন ভারতীয় ক্রিকেটার ইতিমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন। বিরাট কোহলি-সহ বাকি ক্রিকেটাররা এখনও দলে যোগ দেননি। ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াও দলের সবার সঙ্গে রওনা হননি। তিনি সরাসরি নিউ ইয়র্কে গিয়ে দলে যোগ দেবেন বলে যোগ দেননি। এবারের আইপিএল-এ লিগ পর্যায়ে মুম্বই ইন্ডিয়ানসের অভিযান শেষ হওয়ার পরেই দেশ ছাড়েন হার্দিক। তিনি কোনও অজ্ঞাত জায়গায় ছিলেন। সেখান থেকেই তিনি নিউ ইয়র্কে যাচ্ছেন। বিসিসিআই তাঁকে আলাদা যাওয়ার অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে।
ব্যক্তিগত সমস্যায় জেরবার হার্দিক
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন হার্দিক। এরপর থেকেই তিনি সমস্যায়। চোট সারিয়ে এবারের আইপিএল-এ মাঠে ফিরলেও, একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই অলরাউন্ডার। গুজরাট টাইটানস ছেড়ে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ার পর সাফল্য পাননি হার্দিক। এরই মধ্যে তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের কথাও শোনা যাচ্ছে। সহ-অধিনায়ক হিসেবে এবারের টি-২০ বিশ্বকাপে হার্দিকের দায়িত্ব আছে। কিন্তু তিনি নিজেই সমস্যায় জেরবার। ফলে কেমন পারফরম্যান্স দেখাবেন, সে বিষয়ে অনেকেই সংশয়ে।
দেরিতে দলে যোগ দিচ্ছেন বিরাট কোহলি
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, দেরিতে দলে যোগ দেওয়ার জন্য বিসিসিআই-এর কাছ থেকে অনুমতি চেয়েছেন বিরাট কোহলি। তবে তিনি কবে দলে যোগ দেবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। রোহিত, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), শবিম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শুবমান গিল ও খলিল আহমেদ নিউ ইয়র্কে পৌঁছে টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। বাকিদের দলে যোগ দেওয়ার অপেক্ষা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
2024 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ভারতের
India Vs Pakistan: ৯ জুন টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, তৈরি নাসাউ কাউন্টি স্টেডিয়াম
2007 ICC World Twenty20 Final: 'আগেই জানতাম শেষ ওভারে জোগীন্দর বোলিং করবে,' ধোনির প্রশংসায় মিসবা