Gautam Gambhir: কেকেআর ছেড়ে জাতীয় দলের কোচ হবেন গম্ভীর? শাহরুখের দিকে তাকিয়ে বিসিসিআই

Published : May 25, 2024, 06:11 PM ISTUpdated : May 25, 2024, 06:56 PM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

রবিবারই কি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে শেষ ম্যাচ গৌতম গম্ভীরের? এরপরেই কি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন গম্ভীর? ভারতীয় ক্রিকেট মহলে এই জল্পনা চলছে।

সংঘাত নয়, সৌহার্দ্য। গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছাড়িয়ে নিয়ে জাতীয় দলের প্রধান কোচ করতে আগ্রহী হলেও, শাহরুখ খানের সঙ্গে কোনওরকম বিবাদে জড়াতে চাইছেন না বিসিসিআই কর্তারা। তাঁরা আলোচনার মাধ্যমে গম্ভীরকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করতে চাইছেন। শাহরুখের সঙ্গে গম্ভীরের সম্পর্ক অত্যন্ত ভালো। এই সুসম্পর্ক বজায় রাখতে চান গম্ভীরও। শাহরুখ যদি গম্ভীরকে ছেড়ে দিতে রাজি হন, তাহলেই তাঁর পক্ষে জাতীয় দলের কোচ হওয়া সম্ভব হবে। রবিবার আইপিএল ফাইনালের পর শাহরুখের সঙ্গে আলোচনায় বসতে পারেন গম্ভীর। এই আলোচনার উপরেই তাঁর জাতীয় দলের দায়িত্ব নেওয়া নির্ভর করছে।

গম্ভীরকে ছেড়ে দেবে কেকেআর?

বিসিসিআই কর্তারা গম্ভীরকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে পেতে আগ্রহী। গম্ভীরও জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কেকেআর-এর সঙ্গে চুক্তি। আইপিএল-এ গত ২ মরসুমে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন গম্ভীর। কেকেআর সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালেই গম্ভীরের সঙ্গে যোগাযোগ করে তাঁকে কেকেআর-এ ফেরার ব্যাপারে রাজি করান শাহরুখ। এবারের আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে কেকেআর। দলের এই সাফল্যের ক্ষেত্রে মেন্টর গম্ভীরের বড় ভূমিকা আছে। ফলে তাঁকে সহজে ছেড়ে দিতে রাজি হবে না কেকেআর। তবে বিসিসিআই কর্তাদের আশা, জাতীয় দলের কথা মাথায় রেখে গম্ভীরকে ছাড়তে রাজি হবেন শাহরুখ। তাঁর সঙ্গে একান্তে আলোচনায় বসতে পারেন গম্ভীর। এই বৈঠকের উপরেই সবকিছু নির্ভর করছে।

ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত গম্ভীর

গম্ভীর জাতীয় দলের কোচ হবেন কি না সেটা হয়তো কয়েকদিনের মধ্যেই জানা যাবে। আপাতত রবিবার আইপিএল ফাইনাল নিয়ে ভাবছেন কেকেআর মেন্টর। দলকে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন করাই এখন গম্ভীরের প্রধান লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Final KKR Vs SRH: মোবাইল ফোনে কীভাবে বিনামূল্যে দেখা যাবে আইপিএল ফাইনাল?

IPL 2024 Final KKR Vs SRH: রবিবার আইপিএল ফাইনাল, কীভাবে সরাসরি দেখা যাবে ম্যাচ?

IPL Final 2024 KKR vs SRH: ঘূর্ণিঝড়ের প্রভাবে আইপিএল ফাইনাল ভেস্তে গেলে কে চ্যাম্পিয়ন হবে?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?