IPL 2024: বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, প্রথম ২ দলের মধ্যেই থাকছে কেকেআর

Published : May 13, 2024, 11:02 PM ISTUpdated : May 13, 2024, 11:28 PM IST
KKR vs MI 60th IPL 2024 Match

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাচ্ছে একের পর এক দল। প্লে-অফে এখনও ৩টি জায়গা বাকি। এই ৩ জায়গার জন্য ৬ দলের মধ্যে লড়াই চলছে।

খারাপ আবহাওয়ার জন্য সোমবা পরিত্যক্ত হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটানস ম্যাচ। প্রায় আড়াই ঘণ্টা ধরে অপেক্ষা করার পরেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। বৃষ্টির জন্য এদিন টস করাও সম্ভব হয়নি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১৩ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষেই থেকে গেল কেকেআর। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছে। শেষ ২ ম্যাচে জয় পেলেও সর্বাধিক ২০ পয়েন্টে পৌঁছবে রাজস্থান। কেকেআর শেষ ম্যাচে জয় পেলে ২১ পয়েন্টে পৌঁছে যাবে। শেষ ম্যাচে হেরে গেলেও, অন্তত দ্বিতীয় স্থানে থাকবে কেকেআর। ফলে কোয়ালিফায়ার ১-এ খেলা নিশ্চিত করল কেকেআর। আইপিএল-এর ইতিহাসে এর আগে মাত্র ২ বার পয়েন্ট তালিকায় প্রথম ২ দলের মধ্যে ছিল কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে পয়েন্ট তালিকায় প্রথম ২ দলের মধ্যে থাকার পর চ্যাম্পিয়ন হয় কেকেআর। ফলে এবারও ট্রফি কলকাতায় আসবে বলেই আশায় সমর্থকরা।

৫ ওভারের ম্যাচও সম্ভব হল না

সোমবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হওয়ার কথা ছিল সন্ধে ৭টায়। কিন্তু বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ে মাঠে নামতে পারেননি ২ দলের অধিনায়ক ও ম্যাচ রেফারি। এরপর শুরু হয় অপেক্ষা। গ্যালারিতে ছিলেন ৪৫,০০০ দর্শক। তাঁরা শেষপর্যন্ত অপেক্ষায় ছিলেন। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আশাপূরণ হল না। রাত ১০টা বেজে ৫৬ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করা সম্ভব হল ৫ ওভারের ম্যাচ হতে পারত। কিন্তু রাত ১০টা ৪০ মিনিটে আম্পায়াররা জানিয়ে দেন, ম্যাচ শুরু করা সম্ভব নয়। ফলে মাঠকর্মীদের পরিশ্রম কাজে লাগল না।

শেষ ম্যাচে কেকেআর-এর সামনে রাজস্থান

রবিবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে কেকেআর। এই ম্যাচ হতে চলেছে গুয়াহাটিতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: জাতীয় দলে যোগ দিতে চলে গেলেন বাটলার, জ্যাকস, চাপে রাজস্থান, আরসিবি

MS Dhoni: চেন্নাইয়ের ঈশ্বর ধোনির জন্য মন্দির তৈরি হবে, দাবি অম্বাতি রায়াডুর

IPL 2024: কীভাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে আরসিবি, সিএসকে?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে