সংক্ষিপ্ত

নির্বাসনে থাকা বাদ দিয়ে আইপিএল-এ যতবার খেলেছে চেন্নাই সুপার কিংস, প্রতিবারই দলে থেকেছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি সিএসকে-র কিংবদন্তি। সমর্থকদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ধোনি।

চেন্নাই সুপার কিংস সমর্থকদের কাছে মহেন্দ্র সিং ধোনির যা ভাবমূর্তি, তাতে ভবিষ্যতে তাঁর মন্দির তৈরি হতে পারে। এমনই মন্তব্য করলেন ধোনির প্রাক্তন সতীর্থ অম্বাতি রায়াডু। তিনি বলেছেন, ‘মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের ঈশ্বর। আমি নিশ্চিত, ভবিষ্যতে চেন্নাইয়ে ওর মন্দির তৈরি হবে। ও এমন একজন যে ভারতকে ২ বার বিশ্বকাপ জয়ের আনন্দ এনে দিয়েছে। চেন্নাইকে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের আনন্দও এনে দিয়েছে ধোনি। ও এমন একজন যে দলের খেলোয়াড়দের উপর বিশ্বাস রেখেছে। সেই খেলোয়াড়রা সবসময় দল, দেশ ও সিএসকে-র হয়ে কার্যকরী ভূমিকা পালন করেছে। ও একজন কিংবদন্তি। ও এমন একজন, যে সব দর্শকদের কাছ থেকে অভিবাদন লাভ করে। সিএসকে সমর্থকরা হয়তো ভাবছেন, চেন্নাইয়ে শেষ ম্যাচ খেলল ধোনি।’

আইপিএল-এ সফলতম অধিনায়ক ধোনি

এবারের আইপিএল-এ সিএসকে-র অধিনায়ক হিসেবে না খেললেও, দলের সেরা তারকা ধোনিই। তিনিই দলের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার। সিএসকে-র হয়ে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২ বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছেন ধোনি। মুম্বই ইন্ডিয়ানসের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে আইপিএল-এ সফলতম অধিনায়ক ধোনি। দলকে অসাধারণ সাফল্য এনে দিয়ে সিএসকে সমর্থকদের কাছে ঈশ্বরতুল্য হয়ে উঠেছেন ধোনি। রায়াডু ভুল কিছু বলেননি। চেন্নাইয়ে ধোনির মন্দির তৈরি হতেই পারে। তামিলনাড়ুতে চলচ্চিত্র তারকা, রাজনীতিবিদদের খ্যাতিও ঈশ্বরতুল্য। রজনীকান্ত, খুশবুর মতো তারকাদের মন্দির আছে। এবার ধোনির মন্দিরও তৈরি হতে পারে।

এবারই কি শেষ আইপিএল ধোনির?

রবিবারই চিপকে শেষ আইপিএল ম্যাচ খেলেছেন ধোনি, এই জল্পনা চলছে। যদিও ধোনির প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না সে কথা মানতে নারাজ। তাঁর আশা, আগামী মরসুমেও সিএসকে-র হয়ে খেলবেন ধোনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: কীভাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে আরসিবি, সিএসকে?

MS Dhoni: চিপকে শেষ আইপিএল ম্যাচ খেললেন মহেন্দ্র সিং ধোনি? জারি জল্পনা

IPL 2024: লো-স্কোরিং ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের আরও কাছে সিএসকে