সংক্ষিপ্ত
এবারের আইপিএল ফাইনালের ৫ দিন পরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ফলে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড আইপিএল শেষ হওয়ার আগেই জাতীয় দলে থাকা ক্রিকেটারদের ডেকে নিচ্ছে।
চলতি আইপিএল-এ লিগ পর্যায়ের ম্যাচ শেষ হওয়ার আগেই জস বাটলার, উইল জ্যাকস ও রিসি টপলিকে জাতীয় দলে ডেকে নিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড। ফলে সমস্যায় পড়ে গেল রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার-ব্যাটার ফিলিপ সল্টকেও ডেকে নিচ্ছে ইসিবি। ফলে আরসিবি ও রাজস্থানের মতো কেকেআর-ও সমস্যায় পড়তে চলেছে। সোমবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচের পরেই হয়তো জাতীয় দলে যোগ দিতে চলে যাবেন সল্ট। চলতি আইপিএল-এ কেকেআর-এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন সল্ট। ফলে প্লে-অফে তাঁকে না পেলে সমস্যায় পড়তে পারে কেকেআর।
বাটলারের অভাব অনুভব করবে রাজস্থান
চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস। কিন্তু সঞ্জু স্যামসনদের প্লে-অফের যোগ্যতা অর্জন এখনও নিশ্চিত হয়নি। পরপর হেরে চাপে পড়ে গিয়েছে রাজস্থান। এই পরিস্থিতিতে বাটলার দেশে ফিরে যাওয়ায় সঞ্জুদের উপর চাপ বেড়েছে। চলতি আইপিএল-এ জোড়া শতরান করেন বাটলার। তবে সম্প্রতি তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও বড় রান করতে পারেননি বাটলার। এই ম্যাচে হেরে যায় রাজস্থান। এরপরেই দেশে ফিরে গেলেন বাটলার। চলতি আইপিএল-এ লিগ পর্যায়ে রাজস্থানের ২ ম্যাচ বাকি। সেই ম্যাচগুলিতে বাটলারকে ছাড়াই খেলতে হবে রাজস্থানকে।
জ্যাকস ফিরে যাওয়ায় চাপে আরসিবি
এবারের আইপিএল-এ আরসিবি-র বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা পারফরম্যান্স জ্যাকসের। কিন্তু লিগ পর্যায়ের শেষ ম্যাচে তাঁকে পাচ্ছে না আরসিবি। টপলিও জাতীয় দলে যোগ দিতে ফিরে গিয়েছেন। পাঞ্জাব কিংসের তারকা লিয়াম লিভিংস্টোনও জাতীয় দলে যোগ দিতে দেশে ফিরে গিয়েছেন। চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার মইন আলিও টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলে আছেন। তাঁকেও ডেকে নিচ্ছে ইসিবি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
MS Dhoni: চেন্নাইয়ের ঈশ্বর ধোনির জন্য মন্দির তৈরি হবে, দাবি অম্বাতি রায়াডুর
IPL 2024: কীভাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে আরসিবি, সিএসকে?
IPL 2024: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের লড়াই জমিয়ে দিল আরসিবি