এবারের আইপিএল-এ অনেক ব্যাটারই শতরান করেছেন। তবে রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উইল জ্যাকস যে ইনিংস খেললেন তা স্মরণীয় হয়ে থাকবে।
গুজরাট টাইটানসের ঘরের মাঠ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৯ উইকেটে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৪ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল আরসিবি। উইল জ্যাকসের অঅপরাজিত শতরান এবং বিরাট কোহলির অসাধারণ ইনিংসের ফলেই এবারের আইপিএল-এ তৃতীয় জয় পেল আরসিবি। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪১ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন জ্যাকস। তাঁর বিস্ফোরক ইনিংসে ছিল ১০টি ওভার-বাউন্ডারি ও ৫টি বাউন্ডারি। ওপেন করতে নেমে ৪৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন বিরাট। তিনি ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি ১২ বলে ২৪ রান করেন। গুজরাটের হয়ে ভালো ব্যাটিং করেন সাই সুদর্শন ও শাহরুখ খান। কিন্তু জ্যাকস ও বিরাটের দাপটে ম্লান হয়ে গেলেন গুজরাটের ব্যাটাররা।
তৃতীয় জয় আরসিবি-র
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডু প্লেসি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২০০ রান করে গুজরাট। ইনিংসের শুরুটা ভালো হয়নি। ওপেনার ঋদ্ধিমান সাহা ৫ রান করেই আউট হয়ে যান। অপর ওপেনার ও অধিনায়ক শুবমান গিল ১৬ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৯ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন সাই সুদর্শন। তিনি ৮টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ৩০ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন শাহরুখ। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ১৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ঘরের মাঠে বড় স্কোরের পর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল গুজরাট শিবির। কিন্তু অসামান্য ব্যাটিং করে আরসিবি-কে তৃতীয় জয় এনে দিলেন জ্যাকস-বিরাট।
নতুন নজির আরসিবি-র
আইপিএল-এ ২০০-র বেশি রান তাড়া করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয়ের রেকর্ড গড়ল আরসিবি। ২০২৩ সালের আইপিএল-এ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি-র বিরুদ্ধেই ২১ বল বাকি থাকতে জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ানস। রবিবার সেই রেকর্ড ভেঙে দিল আরসিবি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
KL Rahul: আইপিএল-এ দ্রুততম ৪,০০০ রান, বিরাট কোহলির সঙ্গে একই সারিতে কে এল রাহুল
IPL 2024: সঞ্জুর ঝোড়ো ইনিংস, লখনউকে হারিয়ে প্লে-অফে কার্যত নিশ্চিত রাজস্থান
IPL 2024: বিফলে তিলক ভার্মার লড়াই, মুম্বইয়ের বিরুদ্ধে ১০ রানে জয় দিল্লির