IPL 2024: চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল মুম্বই, আরসিবি?

চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে সবার আগে রাজস্থান রয়্যালস। প্লে-অফে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছেন সঞ্জু স্যামসনরা। বাকি দলগুলির মধ্যে প্লে-অফের যোগ্যতা অর্জনের লড়াই চলছে।

ভারতীয় দলের ২ তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে কি এবারের আইপিএল-এর প্লে-অফে খেলতে দেখা যাবে না? পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৯ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট পেয়েছেন বিরাট কোহলিরা। বাকি সব ম্যাচে জয় পেলেও আরসিবি-র পক্ষে প্লে-অফের যোগ্যতা অর্জন অনিশ্চিত। অন্য ম্যাচগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। বাস্তব পরিস্থিতি অবশ্য বলছে, প্লে-অফের দৌড়ে নেই আরসিবি। ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৯ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি সব ম্যাচ জিততেই হবে রোহিতদের। তবে তাতেও প্লে-অফ নিশ্চিত হবে না। অন্য ম্যাচগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

প্লে-অফে দেখা যাবে মুম্বইকে?

Latest Videos

শনিবার দিল্লি ক্যাপিটালসের কাছে ১০ রানে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। ২৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে ২৪৭ রান করেই থেমে যায় হার্দিক পান্ডিয়ার দল। ভালো ব্যাটিং করেন তিলক ভার্মা ও টিম ডেভিড। তার ফলেই বিশাল টার্গেটের কাছাকাছি পৌঁছে যায় মুম্বই। এই হারের ফলে রোহিতদের পক্ষে প্লে--অফের যোগ্যতা অর্জন আরও কঠিন হয়ে গিয়েছে। শেষ ৫ ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে মুম্বই। সেক্ষেত্রে প্লে-অফের যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে। কিন্তু অন্য ম্যাচগুলির ফলও মুম্বইয়ের পক্ষে যেতে হবে। না হলে প্লে-অফের যোগ্যতা অর্জন করা সম্ভব হবে না।

প্লে-অফে খেলবে সিএসকে?

৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই আছেন রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনিরা। তবে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি ম্যাচগুলি জিততে হবে। একাধিক ম্যাচে হেরে গেলে বিপদ হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল মুম্বই, আরসিবি?

IPL 2024: সঞ্জুর ঝোড়ো ইনিংস, লখনউকে হারিয়ে প্লে-অফে কার্যত নিশ্চিত রাজস্থান

IPL 2024: বিফলে তিলক ভার্মার লড়াই, মুম্বইয়ের বিরুদ্ধে ১০ রানে জয় দিল্লির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News