Rohit Sharma: নিউ ইয়র্কে বৃষ্টি, গাড়ি ডেকে দেওয়ার কেউ নেই, কী করলেন রোহিতরা? ভাইরাল ভিডিও

Published : May 31, 2024, 02:41 PM ISTUpdated : May 31, 2024, 03:19 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোরে শুরু হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় দল নিউ ইয়র্কে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। তবে এখনও দলে যোগ দেননি তারকা ব্যাটার বিরাট কোহলি।

দেশে থাকলে সবসময় তাঁকে ঘিরে থাকে জনতা। নিরাপত্তারক্ষীরাও সবসময় সঙ্গে থাকেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সেসবের বালাই নেই। ফলে সমস্যায় পড়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। নিউ ইয়র্কে বৃষ্টির মধ্যে গাড়ি ডেকে দেওয়া বা গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার কাউকে পাওয়া গেল না। নিজেই গাড়ি ডেকে বৃষ্টির মধ্যে ছুটে গিয়ে গাড়িতে উঠলেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর সঙ্গেই ছিলেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তাঁকেও ছুটে গিয়ে গাড়িতে উঠতে হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই ভিডিও দেখে নানা মন্তব্য করছেন। সবাই এই ঘটনাকে মজার ছলেই নিচ্ছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে আবহাওয়া নিয়ে আশঙ্কা

টেক্সাস-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে প্রবল বৃষ্টি ও ঝড় হয়েছে। এর ফলে অনেক জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। যে স্টেডিয়ামগুলিতে টি-২০ বিশ্বকাপের ম্যাচ হবে, সেই স্টেডিয়ামগুলিরও ক্ষতি হয়েছে। উদ্বোধনী ম্যাচের আগে স্টেডিয়ামগুলিকে খেলার উপযুক্ত করে তোলা সম্ভব হবে কি না, সে বিষয়ে অনেকেই সন্দিহান। ভারতীয় দল ব্যবস্থাপনা নিয়ে মোটেই খুশি নয়। অসন্তোষের কথা জানিয়েছেন দ্রাবিড়। যদিও আইসিসি-র দাবি, সব ঠিকঠাকই আছে।

 

 

বুধবার ভারতের প্রথম ম্যাচ

বুধবার টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম ম্যাচ। এই ম্যাচে রোহিতদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে রাত ৮টায়। এরপর ৯ জুন দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ১২ জুন তৃতীয় ম্যাচে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ভারত। ১৫ জুন গ্রুপের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। গ্রুপের প্রতিটি ম্যাচই জিতে সুপার এইটের যোগ্যতা অর্জন করার লক্ষ্যে রোহিতরা। সদ্য আইপিএল-এ খেলে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ছন্দ ধরে রাখাই তাঁদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দোরগোড়ায় টি-২০ বিশ্বকাপ, আমেরিকাতে অনুশীলনের ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় দল

ICC Men's T20 World Cup: এবারই হয়তো শেষ, টি-২০ বিশ্বকাপে আর দেখা যাবে না এই তারকাদের

T-20 World Cup 2024: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, ভারতের খেলা কবে এবং কখন? জেনে নিন

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?