IPL 2024: 'বেসবলে পরিণত হচ্ছে ক্রিকেট,' নয়া রেকর্ডের পর মন্তব্য স্যাম কারানের

Published : Apr 27, 2024, 12:44 AM ISTUpdated : Apr 27, 2024, 12:57 AM IST
PBKS Johny Bairstow

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ বেশ কয়েকটি ম্যাচে ২৫০-এর বেশি রান উঠেছে। তবে শুক্রবার ইডেন গার্ডেন্সে যে চমকপ্রদ রান তাড়া দেখা গেল, সেটা এর আগে দেখা যায়নি।

শুক্রবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল-এর ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেললেন পাঞ্জাব কিংসের ওপেনার জনি বেয়ারস্টো। তাঁরা জন্যই টি-২০ ফর্ম্যাটের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল পাঞ্জাব। অপরাজিত শতরান করে দলকে জেতানোর পর বেয়ারস্টো বলেছেন, ‘আমাদের ইনিংসের শুরুটা ভালো হয়েছিল। সুনীলের সৌজন্যে ওরাও শুরুটা ভালোভাবে করতে পেরেছিল। ঝুঁকি নিতেই হয়। কখনও ভাগ্য সঙ্গ দেয়, আবার কখনও নিজের দিন হয় না। আমি যত বেশি সম্ভব দূরে বল পাঠানোর চেষ্টা করছিলাম। শট খেলার মতো বল পেলে ব্যাট চালাতেই হয়। সুনীল যখন বোলিং করছিল, তখন ২ ওভারে আমরা বেশি রান করতে পারিনি। ও কত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সেটা আমরা জানতাম। শশাঙ্ক সিং একজন বিশেষ খেলোয়াড়। খেলা সম্পর্কে ওর দুর্দান্ত জ্ঞান আছে। ও সব শটই নিখুঁতভাবে খেলে। ওর ইনিংস অসাধারণ ছিল।’

শশাঙ্ক-বেয়ারস্টোর প্রশংসায় কারান

জয়ের পর পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান বলেছেন, ‘এই জয়ে আমরা অত্যন্ত তৃপ্ত। জয়ই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেসবলে পরিণত হচ্ছে ক্রিকেট। গত কয়েক সপ্তাহ আমাদের জন্য কঠিন ছিল। তবে আমরা লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করছিলাম। দলের সবাই অনুশীলনে কঠোর পরিশ্রম করছিল। দলের সবাই আত্মবিশ্বাসী ছিল। কোচ ও সাপোর্ট স্টাফরা আমাদের সাহায্য করেছেন। ছোট মাঠ ও শিশির পড়ার ফলে আমাদের সুবিধা হয়। জনির জন্য খুব ভালো লাগছে। ও চমকপ্রদ ইনিংস খেলল। শশাঙ্ক সিং আমাদের জন্য এই টুর্নামেন্টের আবিষ্কার। আশুতোষ শর্মাও তাই। সবার জন্য আমি গর্বিত।’

জয় পেয়ে আত্মবিশ্বাসী কারানরা

১ মে পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস। কেকেআর-এর বিরুদ্ধে রেকর্ড গড়ে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে পাঞ্জাব শিবির। পরের ম্যাচেও জয়ই কারানদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: বেয়ারস্টো-শশাঙ্কর চমকপ্রদ ইনিংস, আইপিএল-এ সর্বাধিক টার্গেট তাড়া করে জয় পাঞ্জাবের

Yuvraj Singh: টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার নির্বাচিত যুবরাজ সিং

IPL 2024: বিরাট-রজতের দুরন্ত ইনিংস, হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল আরসিবি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত