IPL 2024: সঞ্জুর ঝোড়ো ইনিংস, লখনউকে হারিয়ে প্লে-অফে কার্যত নিশ্চিত রাজস্থান

Published : Apr 27, 2024, 11:45 PM ISTUpdated : Apr 28, 2024, 12:06 AM IST
Sandeep Sharma-Sanju Samson

সংক্ষিপ্ত

গতবারের আইপিএল-এর শুরুতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি রাজস্থান রয়্যালস। তবে এবার সঞ্জু স্যামসনদের প্লে-অফে খেলা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ম্লান হয়ে গেল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলের অসাধারণ ইনিংস। লখনউকে সহজেই ৭ উইকেটে হারিয়ে দিল রাজস্থান। এই জয়ের ফলে ৯ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষেই থাকল রাজস্থান। সঞ্জুদের প্লে-অফে খেলা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। অন্যদিকে, ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে লখনউ। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত মাত্র ১ ম্যাচে হেরেছে রাজস্থান। বাকি ৮ ম্যাচেই জিতেছেন সঞ্জুরা। ফলে তাঁদের আধিপত্য নিয়ে সন্দেহ নেই। লখনউ অবশ্য ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না।

বড় স্কোরের পরেও হার লখনউয়ের

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৯৬ রান করে লখনউ। ৪৮ বলে ৭৬ রান করেন রাহুল। তিনি ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। ৩১ বলে ৫০ রান করেন দীপক হুডা। বাকিরা কেউই বড় রান পাননি। রাজস্থানের হয়ে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন সন্দীপ শর্মা। ১ উইকেট করে নেন ট্রেন্ট বোল্ট, আবেশ খান ও রবিচন্দ্রন অশ্বিন

৬ বল বাকি থাকতেই জয় রাজস্থানের

বড় টার্গেট তাড়া করতে নেমে রাজস্থানের ইনিংসের শুরুটা ভালো করেন যশস্বী জয়সোয়াল (২৪) ও জস বাটলার (৩৪)। ওপেনিং জুটিতে যোগ হয় ৬০ রান। তবে এরপর ২ বলের ব্যবধানে ২ ওপেনারের উইকেট হারায় রাজস্থান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৩ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন সঞ্জু। তিনি ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। রিয়ান পরাগ করেন ১৪ রান। ৩ উইকেট হারিয়ে ১৯ ওভারেই জয় ছিনিয়ে নেয় রাজস্থান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: বিফলে তিলক ভার্মার লড়াই, মুম্বইয়ের বিরুদ্ধে ১০ রানে জয় দিল্লির

IPL 2024: 'বেসবলে পরিণত হচ্ছে ক্রিকেট,' নয়া রেকর্ডের পর মন্তব্য স্যাম কারানের

IPL 2024: বেয়ারস্টো-শশাঙ্কর চমকপ্রদ ইনিংস, আইপিএল-এ সর্বাধিক টার্গেট তাড়া করে জয় পাঞ্জাবের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা
আইপিএল ২০২৬ নিলাম: ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরাবে কলকাতা নাইট রাইডার্স?