Suryakumar Yadav: এখনও পেলেন না ফিটনেস সার্টিফিকেট, আইপিএল-এ খেলতে পারবেন সূর্যকুমার?

টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব কি এবারের আইপিএল-এ খেলতে পারবেন? এই ব্যাটারের ফিটনেস নিয়ে এখনও ধোঁয়াশা বজায় আছে। তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।

এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারছেন না তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এমনকী, দ্বিতীয় ম্যাচেও তিনি অনিশ্চিত। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে এখনও ফিটনেস সার্টিফিকেট পাননি সূর্যকুমার। বৃহস্পতিবার ফের তাঁকে ফিটনেস টেস্ট দিতে হবে। তারপর এই তারকাকে ফিট ঘোষণা করা হতে পারে। তবে সূর্যকুমার কবে খেলতে নামবেন, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। মঙ্গলবার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট দেন সূর্যকুমার। কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এই তারকা ব্যাটার। তিনি এখনও পুরোপুরি ফিট নন। ফলে এখনই তাঁর পক্ষে মাঠে ফেরা সম্ভব হচ্ছে না। রবিবার এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। সেই ম্যাচে সূর্যকুমারকে পাচ্ছেন না হার্দিক পান্ডিয়া। ফলে কিছুটা চিন্তায় মুম্বই ইন্ডিয়ানস টিম ম্যানেজমেন্ট।

সূর্যকুমারের মাঠে ফেরা নিয়ে সংশয়

Latest Videos

সূর্যকুমারের ফিটনেস প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ানসের প্রধান কোচ মার্ক বাউচার জানিয়েছেন, ‘সূর্যকুমারের বিষয়ে বিসিসিআই কী জানায় সেটার জন্য আমরা অপেক্ষা করছি। ফিটনেসের ব্যাপারে আমরা প্রথম থেকেই সংশয়ে। তবে আমাদের বিশ্বমানের মেডিক্যাল টিম আছে। ফিটনেস সংক্রান্ত সমস্যায় এক বা দুই ম্যাচে হয়তো খেলতে পারবে না সূর্যকুমার। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। যা হয়েছে মেনে নিতে হবে।’

সব ম্যাচেই সেরা ক্রিকেটারদের খেলানোর পক্ষে বাউচার

এবারের আইপিএল প্রসঙ্গে বাউচার বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ানসের কোচ হিসেবে আমি একটু একপেশে হয়ে পড়ছি। আমি সব ম্যাচেই সেরা খেলোয়াড়দের দলে চাইছি। আমার মনে খেলোয়াড়দের জন্য দুর্বল জায়গা আছে। আমি বুঝি, ওরা চোট পেতেই পারে। সেক্ষেত্রে আমাকে মেডিক্যাল টিমের উপর নির্ভর করতে হবে। এছাড়া কোনও উপায় নেই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: ১৬ বছর পর নাম পরিবর্তন, বিরাট কোহলির দল এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Virat Kohli: চোখের উপর কাটা দাগ, আইপিএল-এর আগে নতুন হেয়ারস্টাইল বিরাট কোহলির

Gautam Gambhir: 'এটা তোমার ফ্র্যাঞ্চাইজি, যা খুশি করো,' গম্ভীরকে বলেছিলেন শাহরুখ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral