মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল কোয়ালিফায়ার ১-এ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পাদ চড়ছে।
এবারের আইপিএল-এ লিগ পর্যায়ে কলকাতা নাইট রাইডার্সের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ওপেনার সুনীল নারিন ও ফিলিপ সল্ট। কিন্তু প্লে-অফের আগেই ইংল্যান্ডের জাতীয় দলে যোগ দিতে দেশে ফিরে গিয়েছেন সল্ট। ফলে প্লে-অফে তাঁকে পাচ্ছে না কেকেআর। তবে নারিন আছেন। তাঁর পরিবর্তে খেলতে পারেন আফগানিস্তানের তারকা রহমানউল্লাহ গুরবাজ। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি এই উইকেটকিপার-ব্যাটার। তবে সল্ট না থাকায় আফগান তারকাকেই খেলাতে বাধ্য হচ্ছে কেকেআর। এছাড়া প্রথম একাদশে আর কোনও বদল হচ্ছে না। কেকেআর-এর প্রথম একাদশে থাকতে পারেন-রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, অনুকূল রায়, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পেতে পারেন বৈভব অরোরা।
কেকেআর-এর ওপেনিং জুটি নিয়ে চিন্তা
চলতি আইপিএল-এ লিগ পর্যায়ে বিপক্ষ দলগুলিকে চিন্তায় ফেলে দিয়েছিল কেকেআর-এর ওপেনিং জুটি। বেশিরভাগ ম্যাচেই ইনিংসের শুরুটা ভালো করেন নারিন ও সল্ট। প্লে-অফে ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার না থাকায় কিছুটা চিন্তায় কেকেআর শিবির। বৃষ্টির জন্য লিগ পর্যায়ে কেকেআর-এর শেষ ম্যাচ ভেস্তে যায়। ফলে প্লে-অফেই সরাসরি খেলতে নামছেন গুরবাজ। ২ মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামছেন আফগানিস্তানের এই তারকা। তাঁর পারফরম্যান্সের উপর কেকেআর-এর ফাইনালে ওঠা অনেকটা নির্ভর করছে।
সহজ না-ও হতে পারে কেকেআর-এর লড়াই
চলতি আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। ফলে কোয়ালিফায়ার ১-এও লড়াই করতে পারে হায়দরাবাদ। কেকেআর-এর বিরুদ্ধে হায়দরাবাদের প্রথম একাদশে থাকতে পারেন-ট্রেভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিক ক্লাসেন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, আবদুল সামাদ, সানভীর সিং, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার ও বিজয়কান্ত বিয়াসকান্ত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: বৃষ্টির জন্য কোয়ালিফায়ার ১ ভেস্তে গেলে কেকেআর-এর কী হবে?
IPL 2024: বৃষ্টির জন্য শুরু হল না কেকেআর-রাজস্থান ম্যাচ, দ্বিতীয় স্থানে হায়দরাবাদ
MS Dhoni: আরসিবি-কে প্লে-অফের পৌঁছতে সাহায্য করল ধোনির ১১০ মিটারের ওভার-বাউন্ডারি?