IPL 2024: বৃষ্টির জন্য শুরু হল না কেকেআর-রাজস্থান ম্যাচ, দ্বিতীয় স্থানে হায়দরাবাদ

বৃষ্টির জন্য এবারের আইপিএল-এর একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। রবিবার লিগ পর্যায়ের শেষ ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে গেল। এতে অবশ্য কেকেআর-এর কোনও সমস্যা হল না।

বৃষ্টির জন্য ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস। ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পরে টস হয়। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ২ দল ৭ ওভার করে ব্যাটিং করবে বলে ঠিক হয়। কিন্তু তারপরেও শুরু করা গেল না ম্যাচ। এই ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে ১৪ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল কেকেআর। ১৪ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল সানরাইজার্স হায়দরাবাদ। রবিবারই পাঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে যায় হায়দরাবাদ। এরপর রাজস্থানের হারের দিকে তাকিয়েছিলেন প্যাট কামিন্সরা। কেকেআর-রাজস্থান ম্যাচ ভেস্তে যাওয়ায় ২ দলই ১ পয়েন্ট করে পেল। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট পেল রাজস্থান। তবে হায়দরাবাদের চেয়ে রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে থাকল রাজস্থান। ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মঙ্গলবার শুরু প্লে-অফ

Latest Videos

মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার ১-এ হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কেকেআর। বুধবার আমেদাবাদেই এলিমিনেটরে আরসিবি-র মুখোমুখি হচ্ছে রাজস্থান। এরপর শুক্রবার চিপকে কোয়ালিফায়ার ২-এ মুখোমুখি হবে কোয়ালিফায়ার ১-এ হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জয়ী দল। রবিবার চিপকেই আইপিএল ফাইনাল

চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কেকেআর

২০১৪ সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। তারপর থেকে ট্রফি অধরা। এক দশক পর এবার ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গৌতম গম্ভীররা। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচেই জয় পেয়েছে কেকেআর। হার ৩ ম্যাচে। বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে ২ ম্যাচ। সুনীল নারিন, ফিলিপ সল্টরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে এবার চ্যাম্পিয়ন হতে পারে কেকেআর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের উপর ক্ষুব্ধ রোহিত

MS Dhoni: আরসিবি-কে প্লে-অফের পৌঁছতে সাহায্য করল ধোনির ১১০ মিটারের ওভার-বাউন্ডারি?

IPL 2024: গতবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে-র বিদায়, প্লে-অফে আরসিবি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today