সংক্ষিপ্ত
এবারের আইপিএল-এ লিগ পর্যায়ের শীর্ষে থাকার পর এবার নক-আউট পর্যায়েও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার শুরু হচ্ছে নক-আউট পর্ব।
এবারের আইপিএল-এ লিগ পর্যায়ে কলকাতা নাইট রাইডার্সের একাধিক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। মঙ্গলবার কোয়ালিফায়ার ১-এ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কেকেআর। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচের সময় আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে ক্রিকেট মহলে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচ ভেস্তে যাওয়ার পর আমেদাবাদের আবহাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু কাউকেই আশাহত করছে না। সোমবার সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও, মঙ্গলবার আমেদাবাদে পরিষ্কার আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
রবিবার কেকেআর-রাজস্থান ম্যাচে টসের পর ফের বৃষ্টি নামায় খেলা শুরু করা যায়নি। আমেদাবাদে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কোনও কারণে যদি অন্তত ৫ ওভারের ম্যাচ বা সুপার ওভার সম্ভব না হয়, তাহলে কেকেআর-ই ফাইনালে পৌঁছে যাবে। কারণ, লিগ পর্যায়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল কেকেআর। ফলে ম্যাচ ভেস্তে গেলেও কেকেআর-এরই সুবিধা হবে। সেক্ষেত্রে কোয়ালিফায়ার ২ খেলতে চেন্নাইয়ে যেতে হবে সানরাইজার্স হায়দরাবাদকে।
আমেদাবাদের পিচ কেমন থাকতে পারে?
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই মাঠে পিচের সোজাসুজি বাউন্ডারির দৈর্ঘ্য গড়ে ৭৫ মিটার এবং অফ ও অনের দিকে বাউন্ডারির দৈর্ঘ্য গড়ে ৬০ মিটার। মঙ্গলবারের ম্যাচে পিচ থেকে সাহায্য পেতে পারেন ব্যাটাররা। যে দল প্রথমে ব্যাটিং করবে, তারা ২০০ রানের কাছাকাছি করতে পারে। স্পিনার ও সিমাররা পুরনো বলে কিছুটা সাহায্য পেতে পারেন। রাতে শিশির পড়লে অবশ্য পরিস্থিতি বদলে যেতে পারে। তখন যে দল ব্যাটিং করবে তারা সাহায্য পেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: বৃষ্টির জন্য শুরু হল না কেকেআর-রাজস্থান ম্যাচ, দ্বিতীয় স্থানে হায়দরাবাদ
Rohit Sharma: ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের উপর ক্ষুব্ধ রোহিত
MS Dhoni: আরসিবি-কে প্লে-অফের পৌঁছতে সাহায্য করল ধোনির ১১০ মিটারের ওভার-বাউন্ডারি?