শুক্রবার এবারের আইপিএল-এ কোয়ালিফায়ার ২-এ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। চিপকে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ছে না আইপিএল কোয়ালিফায়ার ২-এ। শুক্রবার চিপকে সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালস ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাস নেই। এদিন সন্ধে ৬টা নাগাদ চেন্নাইয়ের আকাশে ঘন কালো মেঘ থাকার পূর্বাভাস আছে। তবে বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। ফলে ঠিক সময়েই শুরু হতে চলেছে ম্যাচ। তবে এদিন চেন্নাইয়ে প্রচণ্ড গরম ও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধেবেলাও যথেষ্ট গরম থাকবে। ফলে ক্রিকেটারদের কিছুটা সমস্যা হতে পারে। কোয়ালিফায়ার ২-এ ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও, রবিবার ফাইনালে সমস্যা হতে পারে। কারণ, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবারই স্থলভূমিতে আছড়ে পড়তে পারে রেমাল। ফলে যদি চেন্নাইয়ে বৃষ্টি ও ঝোড়ো বাতাস থাকে, তাহলে সেদিন ঠিক সময়ে শুরু না-ও হতে পারে আইপিএল ফাইনাল।
চিপকের পিচ কেমন?
চিপকের পিচ কিছুটা মন্থর থাকতে পারে। ফলে বিরাট স্কোর সম্ভব না-ও হতে পারে। স্পিনাররা কিছুটা সাহায্য পেতে পারেন। তাঁরা ভালো গ্রিপ ও টার্ন পেতে পারেন। চিপকের পিচ হাতের তালুর মতো চেনেন রাজস্থান রয়্যালসের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই মাঠে বরাবরই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অশ্বিন। শুক্রবারও ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছেন এই অফস্পিনার। ফলে ট্রেভিস হেড, অভিষেক শর্মাদের সমস্যায় পড়তে হতে পারে। হায়দরাবাদের তুলনায় স্পিন বিভাগে এগিয়ে রাজস্থান। ফলে টসে জিতলে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন সঞ্জু স্যামসন। চিপকে গত ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে যে দল পরে ব্যাটিং করেছে তারাই জয় পেয়েছে। ফলে শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে টস।
হায়দরাবাদ-রাজস্থানের লড়াইয়ে এগিয়ে কে?
আইপিএল-এ এখনও পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। এর মধ্যে ১০ ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ এবং ৯ ম্যাচে জয় পেয়েছে রাজস্থান। ফলে কোনও দলকেই এগিয়ে রাখা সম্ভব হচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024 Qualifier 2 SRH vs RR: শুক্রবার আইপিএল কোয়ালিফায়ার ২, কেমন থাকতে পারে চেন্নাইয়ের আবহাওয়া?
MS Dhoni: আগামী আইপিএল-এও খেলবেন ধোনি, আশাবাদী সিএসকে সিইও কাশী বিশ্বনাথন
Virat Kohli: দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও আইপিএল-এ নতুন উচ্চতায় বিরাট কোহলি