সংক্ষিপ্ত
চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে চলেছেন এবারের আইপিএল। আর মাত্র ২টি ম্যাচ বাকি। ফলে চূড়ান্ত ২ ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।
এবারের আইপিএল-এ বৃষ্টির জন্য একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে কি শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল কোয়ালিফায়ার ২ ভেস্তে যাবে? ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কথা বলা হয়েছে। ফলে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও ম্যাচের সময় যদি বৃষ্টি না হয়, তাহলে নির্বিঘ্নেই খেলা হবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার কোনওভাবেই যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তাহলে শনিবার রিজার্ভ ডে-তে হতে পারে খেলা। ফলে আবহাওয়া নিয়ে এখনই খুব বেশি চিন্তার কারণ নেই। শুক্রবার চেন্নাইয়ে যদি বৃষ্টি না হয়, তাহলে কোনও ভাবনাই নেই। নির্বিঘ্নে হবে খেলা।
কেমন থাকতে পারে চিপকের পিচ?
শুক্রবার আইপিএল কোয়ালিফায়ার ২-এ সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালস ম্যাচে বড় ভূমিকা পালন করতে পারেন স্পিনাররা। চিপকের পিচ কিছুটা মন্থর হতে পারে। পিচ থেকে সাহায্য পেতে পারেন স্পিনাররা। এই মাঠে এখনও পর্যন্ত আইপিএল-এ ৮৩টি ম্যাচ হয়েছে। তার মধ্যে ৪৮টি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে। চলতি মরসুমে অবশ্য প্রথমে ফিল্ডিং করা দল সুবিধা পাচ্ছে। ৭টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচে পরে ব্যাটিং করা দল জয় পেয়েছে। চিপকে প্রথমে ব্যাটিং করা দল গড়ে ১৭০ রান করেছে। পরে ব্যাটিং করা দল গড়ে ১৬০ রান করেছে। ফলে শুক্রবার যে দল টসে জিতবে, তারা প্রথমে ফিল্ডিং করতে পারে।
কে হবে কেকেআর-এর প্রতিপক্ষ?
আইপিএল কোয়ালিফায়ার ১-এ কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। ফলে শুক্রবার যে দল জয় পাবে তারাই রবিবার ফাইনালে কেকেআর-এর মুখোমুখি হতে চলেছে। জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
MS Dhoni: আগামী আইপিএল-এও খেলবেন ধোনি, আশাবাদী সিএসকে সিইও কাশী বিশ্বনাথন
Virat Kohli: দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও আইপিএল-এ নতুন উচ্চতায় বিরাট কোহলি
IPL 2024 Eliminator RR vs RCB: যশস্বী-পরাগের লড়াই, আরসিবি-কে ছিটকে দিল রাজস্থান