ভালো শুরু করার পরেও হতাশাজনকভাবেই এবারের আইপিএল অভিযান শেষ করল পাঞ্জাব কিংস। প্রীতি জিন্টার দল এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার প্লে-অফের যোগ্যতা অর্জনও করতে পারল না পাঞ্জাব।
পাঞ্জাব কিংসকে সহজেই ৪ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। এবার কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস ম্যাচের দিকে তাকিয়ে হায়দরাবাদ শিবির। কেকেআর এই ম্যাচে জিতে গেলে দ্বিতীয় স্থানেই থেকে যাবে হায়দরাবাদ। তার ফলে মঙ্গলবার কোয়ালিফায়ার ১-এ কেকেআর-হায়দরাবাদ লড়াই হবে। কেকেআর এদিন হেরে গেলেও পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে। তবে জিতলে হায়দরাবাদের সুবিধা হবে। কেকেআর এই ম্যাচে জয় পেলে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট পাবে। হায়দরাবাদ ১৪ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট পেল। ১৩ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে রাজস্থান। ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বোলিং ব্যর্থতায় শেষ ম্যাচেও হার পাঞ্জাবের
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক জিতেশ শর্মা। ৫ উইকেটে ২১৪ রান করে তাঁর দল। টপ অর্ডার ভালো পারফরম্যান্স দেখায়। ওপেনিং জুটিতে যোগ হয় ৯৭ রান। ওপেনার অথর্ব টাইডে ২৭ বলে ৪৬ রান করেন। অপর ওপেনার প্রভসিমরন সিং ৪৫ বলে ৭১ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৪ বলে ৪৯ রান করেন রিলি রসুউ। ১৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন জিতেশ।
হায়দরাবাদের অসাধারণ ব্যাটিং
বড় টার্গেট তাড়া করতে নেমে প্রথম বলেই তারকা ওপেনার ট্রেভিস হেডের (০) উইকেট হারায় হায়দরাবাদ। তবে অপর ওপেনার অভিষেক শর্মা ২৮ বলে ৬৬ রানের অসাধারণ ইনিংসে খেলেন। ১৮ বলে ৩৩ রান করেন রাহুল ত্রিপাঠি। ২৫ বলে ৩৭ রান করেন নীতীশ রেড্ডি। ২৬ বলে ৪২ রান করেন হেইনরিক ক্লাসেন। ১৯.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rohit Sharma: ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের উপর ক্ষুব্ধ রোহিত
MS Dhoni: আরসিবি-কে প্লে-অফের পৌঁছতে সাহায্য করল ধোনির ১১০ মিটারের ওভার-বাউন্ডারি?
IPL 2024: গতবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে-র বিদায়, প্লে-অফে আরসিবি