আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় দলের হয়ে ৩ ফর্ম্যাটেই অসাধারণ সাফল্য পেয়েছে এই তারকা। কিন্তু এরপরেও তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়।
রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৪৪ বলে ৭০ রান করে অপরাজিত থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিতিয়েছেন বিরাট কোহলি। ম্যাচের পর সমালোচকদের একহাত নিয়েছেন এই তারকা। তিনি বলেছেন, ‘আমি সমালোচনা নিয়ে কিছু ভাবছি না। অনেকেই আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছেন। তাঁরা এটাও বলছেন, আমি স্পিন বোলিং ভালোভাবে খেলতে পারছি না। আমার কাছে দলকে ম্যাচ জেতানোই আসল। আমি ১৫ বছর ধরে যখন এটা করে আসছি, তখন নিশ্চয়ই সাফল্য পাচ্ছি। আমি বছরের পর বছর ধরে সাফল্য পাচ্ছি। আমি দলকে ম্যাচ জিতিয়ে আসছি। লোকজন নিজেদের মতো করে আলোচনা চালিয়ে যেতে পারেন। তাঁদের ধারণা অনুযায়ী কথা বলেন। আমি সেসব নিয়ে মাথা ঘামাচ্ছি না।’
উইল জ্যাকসের প্রশংসায় বিরাট
গুজরাটের বিরুদ্ধে ৪১ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। বিরাট ও জ্যাকসের জুটিতে যোগ হয় ১৬৬ রান। তাঁরা দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সতীর্থর প্রশংসা করে বিরাট বলেছেন, ‘ও বিস্ময়কর ব্যাটিং করল। ও ক্রিজে আসার পর শুরুতে বিরক্ত হয়ে উঠছিল। কারণ, ও যেভাবে শট খেলতে চাইছিল সেটা করতে পারছিল না। এরপর আমরা কথা বলতে শুরু করি। আমি ওর পাশে থাকার চেষ্টা করছিলাম। কারণ, ও কতটা বিস্ফোরক হয়ে উঠতে পারে সেটা জানতাম। ও মোহিতের (শর্মা) ওভারে বড় রান করার পরেই আমার ভূমিকা বদলে যায়। ক্রিজের অন্য প্রান্ত থেকে খেলা দেখতে ভালো লাগছিল। আমার মনে হয়েছিল, ১৯ ওভারে জয় পেতে পারি। কিন্তু ১৬ ওভারে জয় পাওয়া অসাধারণ। ও টি-২০ ফর্ম্যাটে অন্যতম সেরা শতরান করল।’
টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছেন বিরাট
কয়েকদিন পরেই টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। আইপিএল-এর মাধ্যমেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন বিরাট। ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: রুতুরাজ-তুষারের অসাধারণ পারফরম্যান্স, দক্ষিণ ভারতীয় ডার্বিতে সহজ জয় সিএসকে-র
IPL 2024: উইল জ্যাকসের 'স্পেশাল ইনিংস', যোগ্য সঙ্গত বিরাট কোহলির, গুজরাটকে উড়িয়ে দিল আরসিবি
IPL 2024: বিফলে তিলক ভার্মার লড়াই, মুম্বইয়ের বিরুদ্ধে ১০ রানে জয় দিল্লির