IPL 2024: রুতুরাজ-তুষারের অসাধারণ পারফরম্যান্স, দক্ষিণ ভারতীয় ডার্বিতে সহজ জয় সিএসকে-র

Published : Apr 28, 2024, 11:40 PM ISTUpdated : Apr 29, 2024, 12:08 AM IST
Ruturaj Gaikwad

সংক্ষিপ্ত

মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে সাফল্য পাওয়া সহজ ছিল না। কিন্তু নতুন ভূমিকায় নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়।

আইপিএল-এ দক্ষিণ ভারতীয় ডার্বিতে সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই ৭৮ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সহজ জয় পেল সিএসকে। এই জয়ে বড় অবদান রাখলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও পেসার তুষার দেশপাণ্ডে। অল্পের জন্য শতরান হারান রুতুরাজ। তিনি ব্যাটিং ওপেন করতে নেমে ৫৪ বলে ৯৮ রান করে টি নটরাজনের বলে নীতীশ রেড্ডিকে ক্যাচ দিয়ে ফিরে যান। সিএসকে অধিনায়কের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ৩ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন তুষার। হায়দরাবাদের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২১২ রান করে সিএসকে। জবাবে ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ।

সিএসকে-র দুরন্ত ব্যাটিং

এদিন সিএসকে-র হয়ে রুতুরাজের পাশাপাশি ভালো ব্যাটিং করেন ড্যারিল মিচেল। ৩২ বলে ৫২ রান করেন তিনি। ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে। ওপেনার অজিঙ্কা রাহানে (৯) অবশ্য ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ৪ ওভারে ৪৯ রান দেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স

হায়দরাবাদের ব্যাটিং ব্যর্থতা

বড় টার্গেট তাড়া করতে নেমে হায়দরাবাদের হয়ে সর্বাধিক ৩২ রান করেন এইডেন মার্করাম। হেইনিরক ক্লাসেন করেন ২০ রান। আবদুল সামাদ করেন ১৯ রান। ওপেনার ট্রেভিস হেড করেন ১৩ রান। অপর ওপেনার অভিষেক শর্মা করেন ১৫ রান। নীতীশও করেন ১৫ রান। সিএসকে-র হয়ে তুষারের ৪ উইকেটের পাশাপাশি ১৯ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ১৭ রান দিয়ে ২ উইকেট নেন মাথিসা পাথিরানা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: সামুরাই হেয়ারস্টাইল, অনুরাগীদের চমক দিলেন মহেন্দ্র সিং ধোনি

IPL 2024: উইল জ্যাকসের 'স্পেশাল ইনিংস', যোগ্য সঙ্গত বিরাট কোহলির, গুজরাটকে উড়িয়ে দিল আরসিবি

IPL 2024: সঞ্জুর ঝোড়ো ইনিংস, লখনউকে হারিয়ে প্লে-অফে কার্যত নিশ্চিত রাজস্থান

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?