Virat Kohli-MS Dhoni: শেষবার মুখোমুখি হচ্ছেন ধোনির! বিরাটের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Published : May 18, 2024, 05:18 PM ISTUpdated : May 18, 2024, 05:54 PM IST
More property than Virat Kohli, MS Dhoni became the 2nd richest cricketer of the world spb

সংক্ষিপ্ত

শনিবার আইপিএল-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে দল এই ম্যাচে জয় পাবে তারাই প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।

মহেন্দ্র সিং ধোনি কি এবারের আইপিএল-এর পরেই অবসর নিচ্ছেন? বেশ কিছুদিন ধরেই এই জল্পনা চলছে। এবার সেই জল্পনা উস্কে দিলেন জাতীয় দলে ধোনির প্রাক্তন সতীর্থ বিরাট কোহলি। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের আগে জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে আরসিবি-র তারকা ব্যাটার বিরাট বলেছেন, ‘মাহি ভাই আর আমি আবার খেলব। হয়তো শেষবার আমরা একসঙ্গে খেলব। কিছুই বলা যায় না। ক্রিকেটপ্রেমীদের জন্য দুর্দান্ত মুহূর্ত হবে। অনেক বছর ধরে ভারতের হয়ে আমাদের দারুণ পার্টনারশিপ ছিল। মাহি ভাই কত ম্যাচ শেষ করেছেন এবং দলকে জিতিয়েছেন সেটা সবাই জানে।’

ধোনির প্রতি শ্রদ্ধা বিরাটের

ধোনি সম্পর্কে বিরাট আরও বলেছেন, ‘ভারতের যে কোনও স্টেডিয়ামে ধোনিকে দেখতে পাওয়া ক্রিকেটপ্রেমীদের কাছে বড় ব্যাপার। মাহি ভাই সম্পর্কে অনেকে বলত, উনি কেন ২০ ওভার বা ৫০ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যাচ্ছেন? তার আগেই কেন খেলা শেষ করে দেওয়ার চেষ্টা করছেন না? কিন্তু তিনি ভারতকে কত ম্যাচ জিতিয়েছেন! তিনি কী করছেন সেটা সম্ভবত একমাত্র তিনিই জানেন। তিনি নিজের মতো করে খেলেই ম্যাচ শেষ করে দিতেন। আমার মনে হয়, পেশিশক্তির কারণেই ম্যাচ জিতিয়ে দিতেন তিনি। তিনি জানতেন, শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে পারলে দলকে জিতিয়ে দেবেন।’

পরের আইপিএল-এও খেলবেন ধোনি?

এবারের আইপিএল-এ সিএসকে-র অধিনায়ক হিসেবে খেলছেন না ধোনি। ফলে তাঁর অবসরের জল্পনা বেড়ে গিয়েছে। শনিবার যদি সিএসকে জয় না পায় এবং প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়, তাহলে অবসর ঘোষণা করে দিতে পারেন ধোনি। অনেকে সেরকমই মনে করছেন। এই কারণে শনিবারের ম্যাচের গুরুত্ব বেড়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

RCB Vs CSK: বেঙ্গালুরুর আবহাওয়া কেমন? বিরাট-ধোনি লড়াইয়ে বাধা হবে বৃষ্টি?

RCB Vs CSK: শনিবার বৃষ্টির পূর্বাভাস, আরসিবি সমর্থকদের ভরসা চিন্নাস্বামীর ড্রেনেজ সিস্টেম

MS Dhoni: আরসিবি ম্যাচের আগে নেটে বোলিং অনুশীলন ধোনির, ভাইরাল ভিডিও

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে