Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক পদে ফিরলেন শ্রেয়াস আইয়ার

Published : Dec 14, 2023, 05:05 PM ISTUpdated : Dec 14, 2023, 05:58 PM IST
Shreyas Iyer

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এর নিলাম হতে চলেছে ১৯ ডিসেম্বর। এবারই প্রথম দেশের বাইরে হতে চলেছে আইপিএল নিলাম। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সও তৈরি হচ্ছে।

চোটের জন্য ২০২৩ সালের আইপিএল-এ খেলতে পারেননি। তবে ২০২৪ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবেই খেলবেন শ্রেয়াস আইয়ার। বৃহস্পতিবার তাঁকে অধিনায়ক পদে ফেরানো হল। এদিন অধিনায়ক হিসেবে শ্রেয়াসের নাম ঘোষণা করলেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। ২০২৩ সালের আইপিএল-এ কেকেআর-এর অধিনায়ক নীতীশ রানা এবার সহ-অধিনায়ক নির্বাচিত হলেন। নীতীশের নেতৃত্বে ২০২৩ সালের আইপিএল-এ ৮ নম্বরে ছিল কেকেআর। ২০২৪ সালে ভালো ফল করাই শাহরুখ খান, জুহি চাওলার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির লক্ষ্য। ২০১৪ সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেই দলের অধিনায়ক গৌতম গম্ভীরকে এবার মেন্টর হিসেবে দলে ফিরিয়েছে কেকেআর। গম্ভীর-শ্রেয়াস জুটি দলকে ফের সাফল্য এনে দেবে বলে আশায় কেকেআর ম্যানেজমেন্ট।

ফিট শ্রেয়াসে ভরসা কেকেআর-এর

চোট সারানোর জন্য শ্রেয়াসকে অস্ত্রোপচার করাতে হয়। এরপর তিনি ফিট হয়ে উঠে এশিয়া কাপে জাতীয় দলে ফেরেন। ওডিআই বিশ্বকাপেও ভারতীয় দলের হয়ে খেলেন এই ব্যাটার। তিনি পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। সেই কারণেই এই তারকা ব্যাটারকে দলে ধরে রেখেছে কেকেআর ম্যানেজমেন্ট। শ্রেয়াসের নেতৃত্বে দল সাফল্য পাবে বলে আশায় কেকেআর।

 

 

নীতীশের প্রশংসায় শ্রেয়াস

ফের কেকেআর-এর অধিনায়ক নির্বাচিত হওয়ার পর নীতীশের প্রশংসা করে শ্রেয়াস বলেছেন, ‘গত মরসুমে আমাদের দলে বেশ কিছু বদল হয়েছিল। আমিও চোটের জন্য খেলতে পারিনি। নীতীশ দারুণ কাজ করেছে। ও শুধু আমার জায়গাই ভরাট করেনি, দলকে প্রশংসনীয়ভাবে নেতৃত্ব দিয়েছে। আমি খুশি যে কেকেআর সহ-অধিনায়ক হিসেবে ওর নাম ঘোষণা করেছে। কোনও সন্দেহই নেই, এই সিদ্ধান্তের ফলে নেতৃত্ব শক্তিশালী হয়ে উঠবে।’

 

 

দল নিয়ে আত্মবিশ্বাসী কেকেআর সিইও

ভেঙ্কি বলেছেন, ‘চোটের জন্য ২০২৩ সালের আইপিএল-এ খেলতে পারেনি শ্রেয়াস। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ছিল। আমরা খুশি যে ও অধিনায়ক হিসেবে দলে ফিরেছে। ও চোট সারানোর জন্য কঠোর পরিশ্রম করেছে। ওর ফর্ম চরিত্রের পরিচয় দিয়েছে। গত মরসুমে শ্রেয়াসের জুতোয় পা গলিয়ে দারুণ কাজ করেছে নীতীশ। আমরা ওর কাছে কৃতজ্ঞ। কোনও সন্দেহ নেই, সহ-অধিনায়ক হিসেবে শ্রেয়াসকে সবরকমভাবে সাহায্য করবে নীতীশ। এর ফলে কেকেআর-এর লাভ হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL Auction: দুবাইয়ে হতে চলেছে আইপিএল নিলাম, কখন, কীভাবে সরাসরি দেখবেন?

IPL 2024 Auction: ১৯ ডিসেম্বর দুবাইয়েই হচ্ছে আইপিএল নিলাম, জানিয়ে দিল বিসিসিআই

IPL 2024: কোন ক্রিকেটারদের ধরে রাখল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি? বাদ পড়লেন কারা?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত